দেশজুড়ে ১২ লাখেরও বেশি শিক্ষার্থীর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ
প্রকাশিত : ১৫:৫৭, ৩ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৫:৫৭, ৩ এপ্রিল ২০১৬
দেশজুড়ে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার অংশ নিয়েছে ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন শিক্ষার্থী। এমসিকিউ পদ্ধতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন তারা। রাজধানীর একটি পরীক্ষা কেন্দ্রে গেলেও হলে ঢোকেননি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরে তিনি জানান, সরকারের কঠোর অবস্থানের কারণেই এবার প্রশ্নফাঁসের ঘটনা ঘটেনি।
প্রথম দিনে পরীক্ষা শুরুর নির্ধারিত সময় সকাল ১০টার অনেক আগেই পরীক্ষা কেন্দ্রে হাজির হয় শিক্ষার্থীরা। হলের ভিতরে যখন শিক্ষার্থীরা, তখন বাইরে বসে অভিভাবকরাও প্রহর গুনেছেন সন্তানের শুভ কামনায়।
প্রথম দিন এইচএসসিতে হলো বাংলা প্রথমপত্র পরীক্ষা। প্রশ্ন কিছুটা সহজ হয়েছে বলে জানায় তারা।
পরীক্ষা শুরু পরপরই রাজধানীর ভিকারুন্নিসা নুন স্কুল এন্ড কলেজে কেন্দ্র পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী। তবে এবার তিনি হলের ভেতরে ঢোকেননি। শিক্ষকদের কাছে খোঁজ নেন পরীক্ষার।
পরে মন্ত্রী বলেন, এইচএসসিতে ঝরে পড়া শিক্ষার্থীর হার ২৫ ভাগ থেকে কমে দাঁড়িয়েছে ১৯ ভাগে। সরকার কঠোর অবস্থানে থাকায় প্রশ্ন ফাঁস হয়নি বলেও জানান মন্ত্রী।
এইচএসসি ও সমমানের পরীক্ষায় গত বছরের তুলনায় এবার এক লাখ ৪৪ হাজার ৭৪৪ জন পরীক্ষার্থী বেশি।
> ৮ টি সাধারন শিক্ষাবোর্ডের অধীনে পরীক্ষার্থী ১০ লাখ ২০ হাজার ১০৯ জন।
> মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৯১ হাজার ৫৯১ জন
> কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ২ হাজার ১৩২ জন
> ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ এ ৪ হাজার ৭৯৬ জন
সারাদেশে ২ হাজার ৪৫২টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এবারের পরীক্ষা।
আরও পড়ুন