ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দেশটির সব ভিসা বাতিল করছে যুক্তরাষ্ট্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৪, ৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্র দক্ষিণ সুদানের সব পাসপোর্টধারীর ভিসা বাতিলের ঘোষণা দিয়েছে। একইসাথে দেশটির নতুন নাগরিকদের মার্কিন সীমান্তে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। দক্ষিণ সুদানের নাগরিকদের দেশে ফেরত পাঠাতে না পারায় এই সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। খবর  এএফপির।

স্থানীয় সময় শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে জানিয়েছেন, দক্ষিণ সুদান যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত নাগরিকদের গ্রহণে ব্যর্থ হয়েছে। এর প্রতিক্রিয়ায়, দেশটির সব পাসপোর্টধারীর ভিসা বাতিল এবং নতুন ভিসা ইস্যু বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে।

রুবিও বলেন, “যখন কোনো দেশ তাদের নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানায়, তখন আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও অভিবাসন নীতিতে কঠোর পদক্ষেপ নেওয়া অপরিহার্য হয়ে পড়ে।” 

তিনি আরও জানান, দক্ষিণ সুদান যদি এই বিষয়ে সহযোগিতা করে, তবে যুক্তরাষ্ট্র তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে প্রস্তুত।

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের পর এটিই প্রথম ঘটনা, যেখানে কোনো নির্দিষ্ট দেশের সব নাগরিকের ভিসা একযোগে বাতিল করা হলো। ট্রাম্প দীর্ঘদিন ধরেই অভিবাসন বিরোধী অবস্থানকে তার রাজনৈতিক পরিচয়ের অংশ হিসেবে ব্যবহার করে আসছেন। দক্ষিণ সুদানের ক্ষেত্রে নেওয়া পদক্ষেপ সেই কৌশলেরই অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা।

জো বাইডেন প্রশাসনের আমলে দক্ষিণ সুদানের নাগরিকদের ‘টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস (টিপিএস)’ দেওয়া হয়েছিল, যার মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৫ সালের ৩ মে। টিপিএস প্রোগ্রামের আওতায় থাকা ১৩৩ জন দক্ষিণ সুদানি নাগরিক যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং আরও ১৪০ জন আবেদন করার উপযুক্ত ছিলেন।

তবে ট্রাম্প প্রশাসন এরইমধ্যে ভেনিজুয়েলার ৬ লাখের বেশি নাগরিকের টিপিএস প্রত্যাহার করেছে। বিশ্লেষকদের আশঙ্কা, দক্ষিণ সুদানের ক্ষেত্রেও এই সুরক্ষা বাতিল হতে পারে।

বিশ্বের সবচেয়ে নবীন ও দরিদ্র দেশ দক্ষিণ সুদান বর্তমানে রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত। ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত চলা গৃহযুদ্ধে প্রায় ৪ লাখ মানুষ প্রাণ হারায়। পর্যবেক্ষকদের মতে, সেখানে সহিংসতা ফের শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে দেশটির নাগরিকরা ইউরোপ ও আমেরিকার দিকে ঝুঁকছেন।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি