ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দেশবাসীর মৌলিক অধিকার নিশ্চিত করতে কোন সমালোচনাকেই পাত্তা দেয়া হবেনা: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৭:২০, ৬ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৭:২০, ৬ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে কোন সমালোচনাকেই পাত্তা দেয়া হবেনা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীতে ৫শ’ শয্যা বিশিষ্ট দেশের প্রথম বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এর ভিত্তিপ্রস্তর স্থাপন করে প্রধানমন্ত্রী আরো বলেছেন, চিকিৎসা সেবাকে বিশ্বমানে নিয়ে যাওয়া হবে। গত জাতীয় নির্বাচনের আগে-পরে কেবল বিএনপি জামায়াতের জ্বালাও পোড়াও আন্দোলনেই দগ্ধ হয়ে মারা যান ২’শ ৩১ জন মানুষ। আহত হয় কমপক্ষে ১ হাজার ১’শ ৮০ জন। বর্তমানে দেশে প্রতিবছর প্রায় ৬ লাখ দগ্ধ রোগীকে চিকিৎসা  দিতে হয়। এ জন্য প্রয়োজন কমপক্ষে ১৫’শ সার্জন। আছেন মাত্র ৫২ জন। তাই এদের চিকিৎসা দিতেই হিমসিম খেতে হচ্ছে হাসপাতালগুলোকে। পুড়ে যাওয়া রোগীদের চিকিৎসার সক্ষমতা বাড়াতে তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ১২ তলার ৫’শ শয্যা বিশিষ্ট অত্যাধুনিক এই বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট নির্মাণের প্রকল্প হাতে নেয়া হয়েছে। যার নাম দেয়া হয়েছে ’’শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি’। বুধবার  প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পটির ভিত্তি প্রস্থর স্থাপন করেন। প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসা সেবা নিশ্চিত করতে তার সরকার কাজ করে যাচ্ছে। এই সেবাকে সর্বোচ্চ মাত্রায় পৌছে দেয়া তার লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী। সব সমালোচনা ও বাধা মোকাবেলা করে জনকল্যাণে কাজ করে যাওয়া-ই তার একমাত্র কাজ বলে জানান শেখ হাসিনা। এসময় বিএনপি-জামায়াতের জ্বালাও পোড়াও আন্দোলনেরও সমালোচনা করেন প্রধানমন্ত্রী। রাজধানীর ঐতিহ্যবাহী পুরোনো ভবনগুলো ভেঙ্গে অত্যাধুনিক হাসপাতাল গড়ে তোলার পাশাপাশি, সারাদেশের হাসপাতালগুলোতে বার্ন ইউনিট স্থাপনের ঘোষনাও দেন প্রধানমন্ত্রী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি