ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪

দেশব্যাপী ই-কমার্স খাতের প্রসারে নীতিমালা করা হচ্ছে: আইসিটি বিভাগ

প্রকাশিত : ১১:১৩, ২০ অক্টোবর ২০১৬ | আপডেট: ১১:১৩, ২০ অক্টোবর ২০১৬

দেশব্যাপী ই-কমার্স খাতের প্রসারে নীতিমালা করা হচ্ছে বলে জানিয়েছে আইসিটি বিভাগ। একইসাথে নতুন উদ্যোক্তা সৃষ্টিতে নেয়া হয়েছে ই-শপের মতো সরকারি প্রকল্প। গেল পাঁচ বছরে দেশের বাজারে গড়ে উঠেছে কয়েকশো ই-কমার্স সাইট। কাজ করছে প্রায় দশ হাজার কর্মী। ক্রমবর্ধমান তথ্যপ্রযুক্তি খাতের সুরক্ষায় ২০১০ সালে ই-কমার্স নীতিমালার ধারণা দেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সেই আলোকে তৈরি হচ্ছে ই-কমার্স পলিসি। আর চলতি বছর এই খাতে এক হাজার কোটি টাকা লেনদেনের আশা করছে সরকার। ই-কমার্স উদ্যোক্তারা বলছেন, সম্ভাবনাময় এই খাতের জন্য নীতিমালা প্রয়োজন। উদ্যোক্তাদের সুরক্ষা দিতে নীতিমালা তৈরির কাজ চলছে বলে জানিয়েছে আইসিটি বিভাগ। ই-কমার্স খাতকে ভ্যাটের আওতা মুক্ত করার পাশপাশি নতুন এক হাজার উদ্যোক্তা সৃষ্টির কর্মসূচি নেয়া হয়েছে বলেও জানালেন আইসিটি প্রতিমন্ত্রী।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি