ঢাকা, সোমবার   ০৫ মে ২০২৫

দেশীয়দের উপরই আস্থা রাখছে পিসিবি

আকাশ উজ্জামান

প্রকাশিত : ১৪:৪১, ২৩ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

হতাশার বিশ্বকাপ শেষে নতুন মোড়কে রূপ নিতে চলেছে পাকিস্তান ক্রিকেট। দলের অধিনায়ক থেকে বাবরকে সরিয়ে দেয়া, পিসিবির কোচিং স্টাফ থেকে শুরু করে টিম ম্যানেজমেন্টে বড় পরিবর্তন। মাস তিনেক আগে ক্রিকেটকে বিদায় বলা ওয়াহাব রিয়াজকে প্রধান নির্বাচকের দায়িত্বে বসানো। বিশ্বকাপে ভরাডুবির পর নতুন করে দল সাজাতে দেশীয়দের উপরই আস্থা রাখছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। 

বিশ্বকাপ জেতার স্বপ্ন নিয়ে ভারতে গেলেও চরমভাবে ব্যর্থ হয়েছে পাকিস্তান। আফগানদের বিপক্ষে হারতে হয়েছে দলটির। পুরো টুর্নামেন্টে নিরুত্তাপ ছিলেন বিশ্বসেরা ব্যাটসম্যান বাবর আজম। টুর্নামেন্টের লিগ পর্ব থেকেই ছিটকে যাওয়ায় পুরো দলকে সামালোচনার সাগরে ভাসিয়েছেন পাকিস্তানি সাবেকরাই।

এমন বিপর্যয়ে চুক্তি বাড়ানো তো দূরের কথা দলের সাথে যাননি পেস বোলিং কোচ মনি মরকেল। বাদ দেয়া হয়েছে টিম ডিরেক্টর মিকি আর্থারকে। বাবর আজমকে সরানো হয়েছে তিন সংস্করণের অধিনায়কত্ব থেকেই। টেস্টে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শান মাসুদ। টি-টোয়েন্টিতে শাহীন শাহ আফ্রিদি। ওয়ানডেরটা এখনও ঘোষণা করেনি বোর্ড।

দলের উন্নতির স্বার্থে ক্রিকেট সংশ্লিষ্ট সব বিভাগেই পরিবর্তন আনছে পিসিবি। বিশ্বকাপের মাঝপথেই প্রধান নির্বাচকের দায়িত্ব ছাড়েন ইনজামাম উল হক। তার পরিবর্তে তিন মাস আগে অবসর নেয়া ওয়াহাব রিয়াজকে নিয়োগ দিয়েছে পিসিবি।

টিম ডিরেক্টর হয়েছেন মোহাম্মদ হাফিজ। সেইসঙ্গে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে প্রধান কোচের দায়িত্ব পালন করতে হচ্ছে তাকে। জাতীয় দলের সাথে আরও দুই সাবেক ক্রিকেটারকে যুক্ত করেছে পিসিবি। স্পিন বোলিং কোচ হিসেবে সাইদ আজমল ও পেস বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন উমর গুল। 

কোনো বিভাগেই বিদেশি কাউকে নিয়োগ দেয়নি পাকিস্তানিরা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি