ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দেশে আই এস নেই রয়েছে দেশীয় জঙ্গিঃ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৭:৫৫, ২১ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৭:৫৫, ২১ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে কোন আইএস জঙ্গিদের কোন অস্তিত্ব নেই। তবে দেশীয় জঙ্গি রয়েছে। বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের নাগরপুরে ফায়ার সার্ভিস ও থানা ভবন উদ্বোধনী সমাবেশ তিনি এ কথা বলেন। সেসময় তিনি আরো বলেন, অনেকদিন ধরেই দেশীয় জঙ্গিরা সক্রিয় ছিল। নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দাদের তৎপরতায় তারা নিয়ন্ত্রিত রয়েছে। তিনি জানান, সাইবার ক্রাইম যাতে না হয় সেজন্য ইউনিট গড়া হয়েছে। যেখানে প্রশিক্ষিত অফিসার নিয়োগ দেয়া হচ্ছে যাতে অপরাধ দমনে ইউনিটি শক্তিশালী ভুমিকা রাখতে পারে। তনু হত্যার বিষয়ে তিনি বলেন, মামলাটি সিআইডি তদন্ত করছে। অতিশিঘ্রই হত্যার রহস্য উন্মোচিত হবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি