ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দেশে আরও দুইজন করোনা আক্রান্ত: স্বাস্থ্যমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১২, ১৪ মার্চ ২০২০ | আপডেট: ২৩:২৬, ১৫ মার্চ ২০২০

Ekushey Television Ltd.

দেশে নতুন করে আরও দুই ব্যক্তি কারোনা ভাইরাসে আক্রান্ত বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, আগে আক্রান্ত তিনজনের মধ্যে দুইজনকে ছেড়ে দেয়া হয়েছ। নতুন দুইজন রোগী ইতালি ও জার্মানি থেকে এসেছেন।  তারা দেশে আসার পর থেকেই তারা সঙ্গরোধে (হোম কোয়ারেন্টাইন) ছিলেন। সেখানে অসুস্থ হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

‘‘আর শনিবার ইতালিফেরতদের নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিকভাবে তাদের কেউই করোনায় আক্রান্ত নয়।’’

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি