ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

দেশে আরও ২১ মৃত্যু, শনাক্ত ৫৭৮

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৯, ১৬ জানুয়ারি ২০২১

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৮৮৩ জনে। 

শনিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, ১২ হাজার ২১৫টি নমুনা পরীক্ষা করে এ সময়ে নতুন করে ৫৭৮ জন রোগী শনাক্ত হয়েছেন। ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২৭ হাজার ৬৩ জনে।

গত এক দিনে আরও ৬৩৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে এ পর্যন্ত সুস্থ হওয়া রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭১ হাজার ৭৫৬ জন হয়েছে।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। 
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি