ঢাকা, বুধবার   ২৯ জানুয়ারি ২০২৫

দেশে এক সংবাদকর্মী করোনায় আক্রান্ত, কোয়ারেন্টিনে ৪৭

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১২, ৩ এপ্রিল ২০২০ | আপডেট: ২০:১৯, ৩ এপ্রিল ২০২০

ইন্ডিপেনডেন্ট টেলিভিশন’র প্রতিক

ইন্ডিপেনডেন্ট টেলিভিশন’র প্রতিক

এই প্রথম দেশের এক সাংবাদকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২৬ মার্চ জ্বর দেখা দিলে ছুটিতে ছিলেন তিনি। পরে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) পরীক্ষা করে তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিত পায়। আক্রান্ত ব্যক্তি ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ক্যামেরাপার্সন হিসেবে কর্মরত। 

ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক এম শামসুর রহমান জানান, করোনায় আক্রান্ত এ সংবাদকর্মী এখন পুরোপুরি প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন। তার সংস্পর্শে আসা ৪৭জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। 

আক্রান্ত ঐ সংবাদকর্মীকে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি