ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

দেশে করোনা সংক্রমণের হার কমেছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৫, ২১ আগস্ট ২০২০

দেশে করোনাভাইরাস শনাক্তের ১৬৭তম দিনে গত ২৪ ঘন্টায় এই ভাইরাসে সংক্রমণের হার কমেছে। পাশাপাশি সুস্থতার হার বেড়েছে।

গত ২৪ ঘন্টায় ১২ হাজার ৯৪৩ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৪০১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ৪৬৭ জন কম শনাক্ত হয়েছেন। গতকাল ১৪ হাজার ৫৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ২ হাজার ৮৬৮ জন। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৫৫ শতাংশ। আগের দিন এ হার ছিল ২০ দশমিক ৪০ শতাংশ। আগের দিনের চেয়ে আজ শনাক্তের হার ১ দশমিক ৮৫ শতাংশ কম।

দেশে এ পর্যন্ত মোট ১৪ লাখ ২০ হাজার ৪৯৯ জনের নমুনা পরীক্ষায় ২ লাখ ৯০ হাজার ৩৬০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৪৪ শতাংশ।

আজ স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ৬২৪ জন। গতকালের চেয়ে আজ ৩৭১ জন বেশি সুস্থ হয়েছেন। গতকাল সুস্থ হয়েছিল ৩ হাজার ২৫৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৭২ হাজার ৬১৫ জন।

আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৯ দশমিক ৪৫ শতাংশ। আগের দিন এই হার ছিল ৫৮ দশমিক ৬৯ শতাংশ। আগের দিনের চেয়ে আজ সুস্থতার হার শূন্য দশমিক ৭৬ শতাংশ বেশি।

জানানো হয়, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৯ জন মৃত্যুবরণ করেছেন। গতকালের চেয়ে আজ ২ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল ৪১ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৮৬১ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৩৩ শতাংশ। ১৯ আগস্ট থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ‘করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ১৫৫ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১৪ হাজার ১৭৬ জনের। গতকালের চেয়ে আজ ১ হাজার ২১টি নমুনা কম সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের ৯১টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৯৪৩ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৪ হাজার ৫৯ জনের। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ১ হাজার ১১৬টি বেশি কম পরীক্ষা হয়েছে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি