ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

দেশে ক্যান্সারের রোগীর সংখ্যা ১২ লাখ

প্রকাশিত : ০৯:৫৫, ১৬ নভেম্বর ২০১৬ | আপডেট: ০৯:৫৫, ১৬ নভেম্বর ২০১৬

দেশে ক্যান্সারের রোগীর সংখ্যা ১২ লাখ। প্রতি বছর আক্রান্ত হচ্ছে আরো প্রায় ২ লাখ। ঘাতক এই রোগে মারা যাচ্ছে দেড় লাখ- এসব তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার। পুরুষরা ফুসফুস আর নারীরা স্তন ক্যান্সারেই বেশি আক্রান্ত হচ্ছেন। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে কতোটা ভয়াবহ হয়ে উঠছে ক্যান্সারের প্রকোপ। প্রতিদিন শ’পাচেক মানুষ আক্রান্ত হচ্ছেন জটিল ব্যাধি ক্যান্সারে। মারা যাচ্ছে প্রায় ৪শ। গত এক দশকে দেশে এই রোগে আক্রান্তের হারও অন্তত দ্বিগুণ হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাশাপাশি দেশের গবেষণা প্রতিষ্টানগুলো বলছে, পুরুষেরা বেশি আক্রান্ত হচ্ছে ফুসফুস আর মুখগহবরের ক্যান্সারে। নারীদের মধ্যে প্রকোপ স্তন ও জরায়ু ক্যান্সারে আক্রান্তের সংখ্যাই বেশি। কেন এই কর্কট রোগের এমন বিস্তার?- চিকিৎসকদের মতে, এরজন্য খাদ্যাভাস থেকে শুরু করে অনিয়ন্ত্রিত জীবনযাপনই দায়ী। প্রাথমিক পর্যায়ে ক্যান্সার সনাক্ত হলে চিকিৎসায় নিরাময় হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ। আর সে জন্য সচেতনতা বাড়ানোর উপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি