ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দেশে টিকা দেয়া হয়েছে ২৬ কোটি ডোজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৮, ৫ জুন ২০২২ | আপডেট: ২০:৩১, ৫ জুন ২০২২

Ekushey Television Ltd.

বৈশ্বক মহামারি প্রতিশোধক হিসাবে দেশে এ পর্যন্ত ২৬ কোটি ডোজ টিকা প্রদান করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক রোববার সংসদে জাতীয় পার্টির মুজিবুল হকের এক সম্পূরক প্রশ্নের জবাব এ তথ্য জানান।

তিনি বলেন, এ ২৬ কোটি টিকার মধ্যে প্রথম ডোজ ১৬ কোটি, দ্বিতীয় ডোজ ১১ কোটি ৭৫ লাখ এবং বুস্টার ডোজ ১ কোটি ৫০ লাখ রয়েছে।

একই প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এ পর্যন্ত বাংলাদেশ মোট ২৯ কোটি ডোজ টিকা পেয়েছে। এর মধ্যে ১৮ কোটি ডোজ ক্রয় করা হয়েছে। বাকী ১১ কোটি টিকা কোভিড ফ্যাসিলিটির আওতায় বিনামূল্যে পাওয়া গেছে।

জাসদের শিরীন আখতারের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি জানান, এ মাসের শেষের দিকে ১২ থেকে ৫ বছর বয়সি শিশুদের করোনা টিকা প্রদান কার্যক্রম শুরু করা যাবে। তিনি বলেন, শিশুদের করোনা টিকা আলাদা, তাও বাংলাদেশ সংগ্রহ করেছে।

মন্ত্রী বিএনপির হারনুর রশীদের এক সম্পূরক প্রশ্নের জবাবে বলেন, স্বাস্থ্য খাতের যে কোন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিয়েছে এবং নিচ্ছে। এ ব্যাপারে কোন ধরনের আপোস করা হবে না। তিনি আরো জানান, দেশে এখন বেশ কয়টি বিশেষায়িত হাসপাতাল রয়েছে, এসব হাসপাতাল থেকে জনগণ চিকিৎসা সেবা পাচ্ছেন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি