ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

দেশে তৈরি আরো দু’টি ভ্যাকসিনের অনুমোদন দিল কিউবা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৯, ২১ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

কিউবা জরুরি ব্যবহারের জন্য দেশীয়ভাবে তৈরি আরো দু’টি কোভিড-১৯ ভ্যাকসিন অনুমোদন দিয়েছে।

দ্বীপ দেশটির ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বলেছে, কঠোর মূল্যায়ন প্রক্রিয়া শেষে সোবেরানা ০২ এবং সোবেরানা প্লাস ভ্যাকসিনের অনুমোদন দেয়া হয়। দুটি সোবেরানা ভ্যাকসিন পরিপুরক।

গতমাসে কিউবা প্রথম লাতিন আমেরিকার দেশ হিসেবে দেশে তৈরি আবদালা ভ্যাকসিনের অনুমোদন দেয়। একই সময়ে দেশটিতে উচ্চ সংক্রমণ হার বিরাজ করছিল।

সিইসিএমইডি পরিচালক ওলগা লিডিয়া জ্যাকোবো বলেছেন, ‘ভ্যাকসিনের কার্যকারিতা সম্পর্কিত সমস্ত ফলাফল মূল্যায়ন করার পরে এই সিদ্ধান্ত নেয়া হয়।’

স্বাস্থ্য কর্তৃপক্ষ বলেছে, সোবেরানা টিকা ৯১.২ শতাংশ কার্যকর। সোবেরানা ০২ ভ্যাকসিনের দুই ডোজের পর তৃতীয় ডোজ হিসেবে সোবেরানা প্লাস ভ্যাকসিন নিতে হবে। তবে আবদালার তিনটি ডোজ নিতে হবে।

ক্লিনিক্যাল টেস্টিংয়ের অংশ হিসেবে কিউবা গত মে থেকে সবচেয়ে সংক্রমিত এলাকায় সোবেরনা ও আবদালা ভ্যাকসিন ব্যবহার করে আসছে।
৩০ লাখের বেশী কিউবান তিনটি ডোজ পেয়েছে, ৪৩ লাখ দুই ডোজ এবং ৪৮ লাখ লোক কমপক্ষে একটি ডোজ পেয়েছে।

করোনায় কিউবায় ২৪ ঘন্টায় ৯ হাজার ৭০০ বেশী লোক আক্রান্ত হয়েছে এবং ৭৮ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ৫ লাখ ৬৪ হাজার এবং মোট ৪ হাজার ৪শ’ জনের মৃত্যু হয়েছে।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি