ঢাকা, শুক্রবার   ১৩ সেপ্টেম্বর ২০২৪

দেশে নদীগুলোর পানি বিপৎসীমার নিচে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৩, ২৫ আগস্ট ২০২৪

দেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব অঞ্চলে আকস্মিক বন্যার ফলে নদীগুলোর পানির স্তর বৃদ্ধি পেয়েছে। তবে মেঘনা নদী ছাড়া দেশের প্রধান নদীগুলো রোববার (২৫ আগস্ট) সকালে বিপৎসীমার নিচে প্রবাহিত হচ্ছিল।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের (এফএফডব্লিউসি) তথ্য অনুযায়ী, ব্রহ্মপুত্র এবং যমুনা নদীর ১৪টি পর্যবেক্ষণ পয়েন্টে সকাল ৯টা পর্যন্ত পানি বিপৎসীমার নিচে ছিল।

গঙ্গা নদীর পানির স্তর দুটি পয়েন্টে বেড়েছে, তবে চারটি পয়েন্টে এটি এখনও বিপৎসীমার নিচে রয়েছে। পদ্মা নদীর চারটি পয়েন্টেও পানি বিপৎসীমার নিচে প্রবাহিত হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় মেঘনা নদীর সব পয়েন্টে পানির স্তর কমেছে এবং তিনটি পয়েন্টে বিপৎসীমার নিচে প্রবাহিত হচ্ছে। তবে মেঘনা ব্রিজ পয়েন্টে নদীটি বিপৎসীমার ২১ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছিল।

ব্রহ্মপুত্র অববাহিকার দুধকুমার, ধরলা, তিস্তা এবং করতোয়া নদীগুলোর বিভিন্ন পয়েন্টে পানির স্তর বৃদ্ধি পেলেও, এগুলো এখনও বিপৎসীমার নিচে রয়েছে।

এফএফডব্লিউসি পর্যবেক্ষণকৃত ১১৬টি পয়েন্টের মধ্যে গত ২৪ ঘণ্টায় ২৭টি পয়েন্টে পানির স্তর বেড়েছে, ৮৪টি পয়েন্টে কমেছে এবং ৫টি পয়েন্টে অপরিবর্তিত রয়েছে।

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি