ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

দেশে প্রফেশনাল প্রযোজকের অভাব রয়েছে : শাকিব খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩২, ২৭ আগস্ট ২০১৮

ঢালিউডের সুপারস্টার নায়ক শাকিব খান। গত কয়েক বছর ধরে ঈদ উৎসব মানেই তার একাধিক সিনেমার মুক্তি। তবে এবারের ঈদে শুধু ‘ক্যাপ্টেন খান’ নামে একটি সিনেমা মুক্তি পেয়েছে। এই একটি সিনেমা দিয়েই প্রেক্ষাগৃহ মাতাচ্ছেন তিনি। তবে ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা নিয়ে খুশি নন এই হিরো। অনেকটা ক্ষোভের সঙ্গেই তিনি বলেন, সিনেমা মানেই ঝামেলা আর হয়রানি।
ঈদের আগে টানা শুটিং করে অনেকটা ক্লান্ত শাকিব খান। এরই মধ্যে ঈদ কাটিয়েছেন দেশের মাটিতে। তবে ঈদ তার দারুণ কেটেছে। সকালে ঈদের নামাজ শেষ করে কোরবানিতে অংশ নিয়েই ঘুম দিয়েছেন। কারণ, ঈদের আগের দিন ভোরে ব্যাংকক থেকে ফিরেছিলেন তিনি।

‘ক্যাপ্টেন খান’ নিয়ে শাকিব খান বলেন, ‘একটা পুরোপুরি বিনোদননির্ভর সিনেমা এটি। ঈদের সময় দর্শকরা সাধারণত সিরিয়াস গল্পের সিনেমা দেখতে চায় না। তারা চায় ভরপুর বিনোদন। ‘ক্যাপ্টেন খান’ তেমনই সিনেমা। এ সিনেমার সংলাপ নিয়ে অনেকে ফেসবুকে স্ট্যাটাসও দিচ্ছে।’

তবে ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা নিয়ে গণমাধ্যমে ক্ষোভের সঙ্গে তিনি বলেন, ‘আমাদের দেশে প্রফেশনাল প্রযোজকের অভাব রয়েছে। এখন হিট সিনেমা থাকলেও প্রযোজকরা আগের মতো এখানে লগ্নি করতে আসেন না। কারণ তাদের মনের মধ্যে ঢুকে গেছে, সিনেমা মানেই অনেক ঝামেলা আর হয়রানি। এসব কারণে ভালো সিনেমা হচ্ছে না। সে কারণেই সিনেমা হল কমে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের চলচ্চিত্রের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। রেষারেষি করে ইন্ডাস্ট্রি এগিয়ে নেওয়া সম্ভব নয়। এ ক্ষেত্রে সিনিয়রদের ভূমিকা অনেক।’

নিজের নতুন সিনেমা প্রসঙ্গে দুই বাংলার এই সুপার হিরো বলেন, ‘খুব শিগগিরই বাংলাদেশ ও কলকাতায় একসঙ্গে মুক্তি পাচ্ছে ‘নাকাব’। কলকাতার ভেঙ্কটেশ ফিল্মের প্রযোজনায় এটি পরিচালনা করেছেন রাজিব বিশ্বাস। এতে আমার বিপরীতে আছেন ওপার বাংলার নুসরাত ও সায়ন্তিকা। এ ছাড়া আগামী মাসে শুরু করব শামীম আহমেদ রনির ‘শাহেনশাহ’।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি