ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

দেশে ফিরছেন হারিরি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫১, ১৫ নভেম্বর ২০১৭

লেবাননের সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরি খুব শিগগিরই দেশে ফিরছেন বলে ঘোষণা দিয়েছেন। এক টুইট বার্তায় সাদ হারিরি বলেন, হাজার হাজার মানুষ আশা করি ভাল আছেন, আমি দুই দিনের মধ্যে আপনাদের কাছে ফিরছি।’

পদত্যাগের ঘোষণা দেওয়ার পর প্রথমবারের মত দেশে ফেরার ইচ্ছে প্রকাশ করেন তিনি। এর আগে লেবাননের খ্রিষ্টানদের প্রধান পুরোহিত পেট্রিটিক বাসরা আল রয়ের সাথে সাক্ষাত করেন তিনি। পদত্যাগের ঘোষণা দেওয়ার পর এটাই কোন লেবানিজের সঙ্গে সাদ হারিরির প্রথম বৈঠক।

এদিকে লেবাননের কর্মকর্তারার দাবি করেন, সাদ হারিরিকে সৌদি-আরব গৃহবন্দি করে রেখেছে। যদিও সৌদি আরব তা অস্বীকার করে আসছে।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর সৌদি সফরে গিয়ে হঠাৎ পদত্যাগের ঘোষণা দেন সাদ হারিরি। পদত্যাগের কারণ হিসেবে ইরান-সমর্থিত দল হিজবুল্লাহকেই দায়ী করেন তিনি। তবে বিশ্লেষকদের দাবি, সৌদি আরবের চাপেই পদত্যাগ করেছেন তাদের মিত্র হারিরি। হিজবুল্লাহর মুখোমুখি হতে ব্যর্থ হওয়ায় তাকে ‘সরিয়ে দিয়েছে’ সৌদি কর্তৃপক্ষ।

সূত্র: আল-জাজিরা

এমজে/ এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি