দেশে ফিরল ৯০ জেলে, ভারতে গেল ৯৫ জন
প্রকাশিত : ১০:৪৬, ৬ জানুয়ারি ২০২৫
বাংলাদেশের বিভিন্ন কারাগারে থাকা ৯৫ ভারতীয় জেলেকে মুক্তি দিয়েছে ঢাকা। বিপরীতে ভারতে আটক ৯০ বাংলাদেশিকেও মুক্তি দিয়েছে নয়া দিল্লি।
রোববর (৫ জানুয়ারি) দুপুরে পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক জলসীমায় এ হস্তান্তর হয় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ কোস্ট গার্ড ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে ৯০ জন বাংলাদেশি জেলে/নৌকর্মীকে গ্রহণ করে এবং ৯৫ জন ভারতীয় জেলে নৌকর্মীকে ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করে। পাশাপাশি আটক জাহাজ বিনিময়ও সম্পন্ন হয়েছে।
দুটি বাংলাদেশি মাছ ধরার জাহাজ ‘এফভি লায়লা-২’ ও ‘এফভি মেঘনা-৫’ বাংলাদেশে ফেরত দেওয়া হয়েছে, যেখানে ভারতীয় ছয়টি মাছ ধরার নৌকা ভারতে ফেরত দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তর ও বর্ডার গার্ড বাংলাদেশের প্রতিনিধিদের উপস্থিতিতে বাংলাদেশ কোস্ট গার্ডের মাধ্যমে এ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।
প্রত্যাবাসিত জেলে ও নৌকর্মীদের পরিবারের সদস্যরা চট্টগ্রামে তাদের গ্রহণ করবেন এবং এর মাধ্যমে প্রত্যাবাসন কার্যক্রম সমাপ্ত হবে।
এমবি
আরও পড়ুন