ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

দেশে ফিরল ৯০ জেলে, ভারতে গেল ৯৫ জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৬, ৬ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশের বিভিন্ন কারাগারে থাকা ৯৫ ভারতীয় জেলেকে মুক্তি দিয়েছে ঢাকা। বিপরীতে ভারতে আটক ৯০ বাংলাদেশিকেও মুক্তি দিয়েছে নয়া দিল্লি। 

রোববর (৫ জানুয়ারি) দুপুরে পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক জলসীমায় এ হস্তান্তর হয় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ কোস্ট গার্ড ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে ৯০ জন বাংলাদেশি জেলে/নৌকর্মীকে গ্রহণ করে এবং ৯৫ জন ভারতীয় জেলে নৌকর্মীকে ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করে। পাশাপাশি আটক জাহাজ বিনিময়ও সম্পন্ন হয়েছে।

দুটি বাংলাদেশি মাছ ধরার জাহাজ ‘এফভি লায়লা-২’ ও ‘এফভি মেঘনা-৫’ বাংলাদেশে ফেরত দেওয়া হয়েছে, যেখানে ভারতীয় ছয়টি মাছ ধরার নৌকা ভারতে ফেরত দেওয়া হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়, মৎস্য অধিদপ্তর ও বর্ডার গার্ড বাংলাদেশের প্রতিনিধিদের উপস্থিতিতে বাংলাদেশ কোস্ট গার্ডের মাধ্যমে এ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

প্রত্যাবাসিত জেলে ও নৌকর্মীদের পরিবারের সদস্যরা চট্টগ্রামে তাদের গ্রহণ করবেন এবং এর মাধ্যমে প্রত্যাবাসন কার্যক্রম সমাপ্ত হবে।

এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি