ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দেশে ফিরলেন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৯, ৩ আগস্ট ২০২৪

Ekushey Television Ltd.

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ১৫ দিন পর চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন। কোটা সংস্কার আন্দোলনে গত ১৯ জুলাই ঢাকার উত্তরায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন তিনি। শনিবার সকালে জাহাঙ্গীর ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।

এদিকে জাহাঙ্গীরের ফিরে আসার খবরে তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দর, আবদুল্লাপুর ও টঙ্গী এলাকায় তাঁর হাজারো নেতাকর্মী জড়ো হন। পরে বিশাল মোটরসাইকেল ও গাড়ির শোভাযাত্রা সহকারে বেলা সাড়ে ১১টার দিকে জাহাঙ্গীর গাজীপুরের ছয়দানার বাসভবনে যান। টঙ্গী থেকে তাঁর বাসভবন পর্যন্ত বিপুল সংখ্যক মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে জাহাঙ্গীরকে শুভেচ্ছা জানান।

জাহাঙ্গীর আলম তাঁর বাসভবনের সামনে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে বক্তব্যে বলেন, ‘হত্যার জন্য উত্তরায় আমার ওপর হামলা করা হয়েছিল। আল্লাহর রহমতে এবং সবার দোয়ায় আমি মায়ের কোলে ফিরে এসেছি।’

তিনি জানান, আহত হওয়ার পর এবং তাঁর মা গাজীপুরের মেয়র জায়েদা খাতুনের বাড়িতে হামলার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতারা সার্বক্ষণিক খোঁজখবর নিয়েছেন। এজন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। যারা তাঁর ওপর ও বাড়িতে হামলা করেছে এবং কর্মী জুয়েল মোল্লাকে হত্যা করেছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

এর আগে জাহাঙ্গীর বিমানবন্দর থেকে সরাসরি তাঁর কর্মী নিহত হামিদুল ইসলাম জুয়েল মোল্লার বাড়িতে যান। সেখানে তিনি জুয়েল মোল্লার কবর জিয়ারত করেন। পরে তিনি জুয়েলের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি