ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

দেশে ফিরেছে টাইগাররা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৪, ১৬ সেপ্টেম্বর ২০২৩

এশিয়া কাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। 

আজ শনিবার (১৬ সেপ্টেম্বর)) দুপুর ১২টায় শ্রীলঙ্কা থেকে ঢাকায় এসে পৌঁছায় সাকিবরা।

এই আসরে আফগানিস্তান ও ভারতের বিপক্ষে দুই ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে আফগানিস্তান  এবং সুপার ফোর পর্বে  নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে জয় পেয়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন টাইগার দল। 

সুপার ফোর পর্বে ভারতের বিপক্ষে জয় পাওয়ার আগে পাকিস্তানের কাছে ৭ উইকেট ও শ্রীলংকার কাছে ২১ রানে পরাজিত হয়ে আগেই টুর্নামেন্টের ফাইনালের দৌড় থেকে ছিটকে পড়ে বাংলাদেশ।  

অনেক প্রত্যাশা নিয়ে আসর শুরু করা বাংলাদেশ শ্রীলংকার কাছে পাঁচ উইকেটে পরাজয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল। তবে আফগানিস্তানের বিপক্ষে ৮৯ রানের জয়ে সুপার ফোর পর্ব নিশ্চিত হয় টাইগারদের। 

সুপার ফোর পর্বে প্রথম দুই ম্যাচে প্রত্যাশানুযায়ী পারফরমেন্স করতে ব্যর্থ হয় বাংলাদেশ। তবে ভারতের বিপক্ষে নিজেদের  সক্ষমতার প্রমাণ দিয়েছে সাকিব বাহিনী। ভারতীয় দলে পাঁচ পরিবর্তনের বিপরীতে ম্যাচে ছয়টি পরিবর্তন এনে দল সাজায়  বাংলাদেশ। স্নায়ুচাপ ধরে রেখে মানসিক শক্তি দেখিয়ে অবশেষে ছয় রানে জয় পায় বাংলাদেশ।  

সাকিব আল হাসানের অলরাউন্ড নেতৃত্বে জয় দিয়ে আসর শেষ করেই দেশে ফিরেছে টাইগাররা।

বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে বাংলাদেশ। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি