ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দেশে ফিরেছেন ড. কামাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৪, ৭ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে গতকাল শনিবার দেশে ফিরেছেন জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। হাঁটুর চিকিৎসার জন্য প্রথমে ব্যাংকক ও পরে সেখান থেকে সিঙ্গাপুরে যান তিনি।

শনিবার বিকেলেই জাতীয় ঐক্য প্রক্রিয়া এবং গণফোরাম নেতাদের সঙ্গে বেইলি রোডের নিজ বাসায় বৈঠক করেন ড. কামাল। এ সময় গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব আ ব ম মোস্তফা আমিনসহ নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে, সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে আজ রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে জাতীয় ঐক্য প্রক্রিয়া। এদিন বিকেল ৪টায় এক ঘণ্টার এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ড. কামাল হোসেনের উপস্থিত থাকার কথা রয়েছে। তিনি সুস্থ থাকলে কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহম্মেদ।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি