ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দেশে ফেরার সাহস নেই তারেকের : কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৩, ২৮ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৪:২৪, ২৮ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরে এসে রাজনীতি করার মতো সাহস নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শনিবার সকালে বঙ্গবন্ধুর ছেলে শেখ জামালের ৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানানো শেষে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বর্তমানে বিএনপি চায় না জেল জুলুম মোকাবেলা করে তারেক রহমান দেশে ফিরে রাজনীতি করুক। আর তারেক রহমানের সে সাহসও নেই।
খালেদা জিয়ার মুক্তির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে বেগম খালেদা জিয়ার অংশগ্রহণ নিয়ে আমাদের কিছুই করার নেই। সব কিছু আদালতের নির্দেশেই ঠিক হবে। তাকে মুক্তি দেয়া না দেয়া আদালতের বিষয়।
পরে এক দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন ওবায়দুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর প্রমুখ।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি