ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

দেশে রাজবন্দী বলতে কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৫, ৯ মার্চ ২০২৪

আন্তর্জাতিক সংস্থা ইউরোপীয় ইউনিয়নের বক্তব্য বাংলাদেশ প্রত্যাখান করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, বাংলাদেশে রাজবন্দী বলতে কিছু নেই। 

শনিবার রাজধানীর মিরপুর পুলিশ স্টাফ কলেজে পুলিশ মেমোরিয়াল ডে’র এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা ২৮ অক্টোবরে পুলিশ হত্যা, প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ নাশকতার সঙ্গে যুক্ত ছিল তাদেরকে সনাক্ত করে আইনের আওতায় আনা হয়েছে। ২০১৪ সালেও তারা (বিএনপি) একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি, অগ্নিসন্ত্রাসের মাধ্যমে নির্বাচনকে বানচালের চেষ্টা করেছে। তবে ক্রমান্বয়ে তারা জনবিচ্ছিন্ন হয়েছে। 

তিনি আরও বলেন, জনবিছিন্ন বিএনপি বিদেশী বন্ধুদের কাছে মিথ্যাচার করছে। আর কে কি বললো সেটা আমাদের ভাববার বিষয় নয় বলেও মন্তব্য করেন তিনি। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখানে অন্যায়ভাবে বা রাজনৈতিকভাবে কাউকে গ্রেপ্তার করা হয়নি। তারা যে অপপ্রচার চালাচ্ছে তার কোনো ভিত্তি নেই। তবে তারা নির্বাচনের পরে মনগড়া তথ্য প্রচার করে বিদেশিদের আকর্ষণ করার চেষ্টা করছে। অথচ নির্বাচন পর্যবেক্ষণে আসা বিদেশি সাংবাদিকরা নির্বাচন পরবর্তী সময়ে বলেছেন যে, বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হয়েছে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, সংবিধান অনুযায়ী যেভাবে বাংলাদেশ একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় তার পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনকালে নিরাপত্তা বাহিনী অত্যন্ত নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছে। নির্বাচন কমিশনকে সহযোগিতা করেছে। নির্বাচনে অনেক মন্ত্রী, বড় বড় নেতা ধরাশায়ী হয়েছেন। কাজেই আমরা সুনিশ্চিত করে বলতে পারি এই নির্বাচনে কোনো ধরনের কারচুপি হয়নি।

অনুষ্ঠানে বিভিন্ন আত্মোৎর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের হাতে সম্মানতা তুলে দেওয়া হয়। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি