‘দেশে সন্ত্রাস-জঙ্গীবাদ-যৌন নিপীড়ন রোধ করা সবার দায়িত্ব’
প্রকাশিত : ১৯:৫৯, ২৫ জুলাই ২০১৯
সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ বরকতুল্লাহ খান বলেন, দেশে সন্ত্রাস, জঙ্গীবাদ, যৌন নিপীড়ন রোধ করে এই সমাজে স্থিতিশীল অবস্থা সৃষ্টির দায়িত্ব প্রতিটি তরুণ প্রজন্মের ছাত্রছাত্রী, অভিভাবকসহ সকলের।
বৃহস্পতিবার দুপুর দেড়টায় সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের আয়োজনে কলেজ থেকে সম্প্রতি পুলিশের কনস্টেবল পদে যোগদান ও যৌন নিপীড়ন বিষয়ক এক সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। এ সময় কলেজের দুই শতাধিক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আরও বলেন, বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা সুশিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারলে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এরই লক্ষ্যে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে বিনা বেতনে ছাত্রছাত্রীদের লেখাপড়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন।
এসময় তিনি এই বাংলাদেশকে বিশ্বে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করতে এবং শহর ও গ্রামের যে বৈষম্য দূরীকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এজন্য সবাই নারী নির্যাতন ও যৌন নিপীড়ন প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শেরগুল আহমেদর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মোঃ মাহবুর হোসেন, পৌর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবু নাসের, সহকারী অধ্যাপক শুভংকর তালুকদার, সহকারী অধ্যাপক রামানুজ রায়, প্রভাষক নোয়াজ উদ্দিন, যৌন নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও প্রভাষক শেখ ফারজানা সুমা, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ কাজী মোক্তাদির হোসেন চৌধুরী, ট্রাফিক পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সামছুল ইসলাম ও ডিআইও টু মোঃ আব্দুল লতিফ তরফদার প্রমুখ।
এনএস/
আরও পড়ুন