ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

দেশে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তৈরিতে সহায়তা দেবে ইমপারভা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৪, ৭ জুলাই ২০১৮

বাংলাদেশে সাইবার খাতের নিরাপত্তা নিশ্চিতে বিশেষজ্ঞ তৈরিতে সহায়তা করার আগ্রহ প্রকাশ করেছে ইমপারভা। বিশ্বের অন্যতম জনপ্রিয় সাইবার নিরাপত্তা বিষয়ক সেবাদাতা প্রতিষ্ঠান এ লক্ষ্যে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস জানিয়েছে।

গতকাল শুক্রবার রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত ‘প্রটেকটিং ইওর ক্রিটিকাল ডাটা অ্যান্ড অ্যাপ্লিকেশন’ শীর্ষক এক কর্মশালায় প্রতিষ্ঠানটির শীর্ষ প্রতিনিধিরা এই আশ্বাস দেন।

এসময় প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা বলেন, “বাংলাদেশে ইমপারভা তাদের অস্তিত্ব জানান দিতে চায়। এজন্য এদেশে সাইবার সিকিউরিটি এক্সপার্ট তৈরি করা হবে। এ খাতে স্থানীয় জনশক্তিতে প্রশিক্ষণের মাধ্যমে সাইবার সিকিউরিটি এক্সপার্ট হিসেবে তৈরি করা হবে। এসব এক্সপার্টরা বাংলাদেশে সাইবার জগতে সুরক্ষার জন্য কাজ করবে”।

ইমপারভা’র সাথে যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস(বেসিস), আইএসএ, এনজিএক্স এবং ইটিপিএল।

কর্মশালার প্রধান অতিথি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার বলেন, “বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে এবং অধিকাংশ মোবাইল ব্যবহারকারী ইন্টারনেটের সাথে সংযুক্ত হচ্ছে। তাই আমরা তাদেরকে সাইবার আক্রমন থেকে রক্ষা করতে চাই এবং এক্ষেত্রে দেশে সাইবার নিরাপত্তা জনবল তৈরি ও দেশের সাইবার নিরাপত্তা অবকাঠামো তৈরিতে বিদেশি কোম্পানীর সাথে কাজ করতে চাই।

কর্মশালায় বিসিএস সভাপতি প্রকৌশলী সুব্রত সরকার বলেন, “একটি প্রতিষ্ঠানের জন্য অনলাইন ডাটা এবং অ্যাপ্লিকেশন মূল্যবান সম্পদ। ডাটা হলো মেধাসম্পদ। অন্যদিকে অ্যাপস হলো ব্যবসার জীবনী শক্তি। তাই এসব সম্পদকে নিজস্ব প্রযুক্তি ও একপার্ট দিয়ে সুরক্ষিত রাখতে হবে”।

এশিয়া প্যাসেফিক কাউন্সিল ফর ট্রেড ফ্যাসিলিটেশন অ্যান্ড ইলেকট্রনিক বিজনেস (এএফএসিটি) এর চেয়ারপার্সন আলী আশফাক বলেন, “হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরির পর থেকে বাংলাদেশের মানুষ সাইবার নিরাপত্তার বিষয়টি সক্রিয়ভাবে নজরে আনে। আমরা এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি চাই না এবং সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা রক্ষায় কাজ করতে চাই”।

 

কর্মশালায় টেকনিক্যাল সেশন পরিচালনা করেন ইমপারভার এশিয়ানভুক্ত দেশের আঞ্চলিক বিক্রয় পরিচালক গারেন লিং। তিনি তার উপস্থাপনায় বলেন, “ব্যাংক এবং অন্যান্য ব্যবসায়ীক প্রতিষ্ঠানের তথ্য সুরক্ষার জন্য ইমপারভার একটি নিরাপত্তা বেষ্টনী তৈরি করে থাকে। যার ফলে এসব প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ডাটা  ও অ্যাপ্লিকেশন থাকে সুরক্ষিত। যেমন আপনি আপনার বাড়ির সুরক্ষা নিশ্চিত করেন। যাতে করে আপনার বাড়িতে চোর ঢুকতে না পারে”।

তিনি আরো বলেন, “আমাদের প্রতিষ্ঠান(ইমপারভা) প্রতিটি ডাটাবেজ বিশেষ কায়দায় সংরক্ষণ ও সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করে থাকে। একাজে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নেয়া হয়। ফলে তথ্য সুরক্ষা সর্বাগ্রে প্রাধান্য পায়”।

কর্মশালায় জানানো হয়, ২০০২ সালে প্রতিষ্ঠিত ইমপারভা সাইবার সিকিউরিটি সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিশ্বব্যাপী তাদের পাঁচ হাজার ২০০ গ্রাহক, এবং পাঁচশ অংশীদার রয়েছে। একটিরও বেশি দেশে ইমপারভা সেবা দিয়ে আসছে।

কর্মশালায় আরো ‍উপস্থিত ছিলেন বিসিএস এর সহ-সভাপতি ইউসুফ আলী শামীম, পরিচালক শাহিদ-উল-মুনীর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নব-নিযুক্ত ভাইস-চ্যান্সেল প্রফেসর ড. মুনাজ আহমেদ নূরসহ তথ্যপ্রযুক্তি ও ব্যাংকিং খাতের কর্মকর্তা প্রমুখ।

কর্মশালায় সঞ্চালনা করেন সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি