দ্য গার্ডিয়ানকে সাক্ষাৎকার
দেশের অপূরণীয় ক্ষতি করেছেন শেখ হাসিনা: প্রধান উপদেষ্টা
প্রকাশিত : ২১:৫৫, ১০ মার্চ ২০২৫

বিগত ১৫ বছরে শেখ হাসিনা দেশের অপূরণীয় ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারের তিনি এ মন্তব্য করেন। সোমবার সাক্ষাৎকারটি প্রকাশ করে সংবাদমাধ্যমটি।
প্রতিবেদনে বলা হয়, দরিদ্রদের জন্য ক্ষুদ্রঋণ ধারণার জন্য নোবেল পুরস্কার পাওয়া ৮৪ বছর বয়সী ড. মুহাম্মদ ইউনূস দীর্ঘদিন ধরে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করেছিলেন। শেখ হাসিনার শাসনামলে তিনি রাজনৈতিক হুমকি হিসেবে বিবেচিত হন এবং বছরের পর বছর অপপ্রচার ও নিপীড়নের শিকার হন। বেশিরভাগ সময় তিনি বিদেশে কাটিয়েছেন। কিন্তু যখন ছাত্র প্রতিবাদীরা তাকে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানায়, তিনি রাজি হন।
গত আগস্টে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার সময় বাংলাদেশের অবস্থা বর্ণনা করে ড. ইউনূস দ্য গার্ডিয়ানকে বলেন, ‘শেখ হাসিনা যে ক্ষতি করেছেন, তা বিশাল। এটি একটি সম্পূর্ণ ধ্বসংপ্রাপ্ত দেশ ছিল, যেন আরেকটি গাজা। তবে এখানে ভবন নয়, পুরো প্রতিষ্ঠান, নীতি, মানুষ এবং আন্তর্জাতিক সম্পর্ক ধ্বংস করা হয়েছে।’
দ্য গার্ডিয়ান বলছে, ড. ইউনূস শেখ হাসিনার শাসনামলের তুলনায় রাস্তাগুলো কম নিরাপদ বলে কোনও ইঙ্গিতের কথা অস্বীকার করেছেন। তবে অন্যরা সতর্ক করেছেন যে, দেশের নিরাপত্তা পরিস্থিতি তার সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।
এদিকে ছাত্রদের নেতৃত্বে নতুন গঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান নাহিদ ইসলাম দ্য গার্ডিয়ানকে বলেছেন, ‘বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা অসম্ভব।’
ড. ইউনূস দেশের সমস্যাগুলোকে শেখ হাসিনার শাসনের ফলাফল হিসেবে দেখাতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, ‘শেখ হাসিনার শাসন কোনও সরকার ছিল না, এটি ছিল একদল ডাকাতের পরিবার। ওপর মহলের আদেশ পেলেই কাজ হতো। কেউ সমস্যা সৃষ্টি করছে? আমরা তাকে গায়েব করে দেব। নির্বাচন করতে চান? আমরা নিশ্চিত করব যে আপনি সব আসনে জিতবেন। টাকা চান? ব্যাংক থেকে দশ লাখ ডলার ঋণ নিন, যা ফেরত দিতে হবে না।’
প্রতিবেদনে আরও বলা হয়, শেখ হাসিনার শাসনামলে দুর্নীতির মাত্রা ব্যাংকিং ব্যবস্থাকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তুলেছে এবং অর্থনীতিকে ধ্বংস করেছে। তার আত্মীয়দের মধ্যে যারা আর্থিক কেলেঙ্কারিতে জড়িত ছিলেন, তাদের মধ্যে রয়েছেন তার ছোট বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক, যিনি যুক্তরাজ্যের লেবার পার্টির সংসদ সদস্য। বাংলাদেশে দুর্নীতির তদন্তে তার নাম উঠে আসার পর তিনি ট্রেজারি পদ থেকে পদত্যাগ করেন। তবে তিনি সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন।
যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডের আর্থিক কর্তৃপক্ষের সঙ্গে চলমান অভিযানের মাধ্যমে শেখ হাসিনার মিত্রদের কাছ থেকে বাংলাদেশের ব্যাংক থেকে নেওয়া আনুমানিক ১৭ বিলিয়ন ডলার উদ্ধারের চেষ্টা চলছে। তবে শিগগিরই এই অর্থ ফেরত পাওয়ার আশা কমে যাচ্ছে।
এ বিষয়ে ড. ইউনূস বলেন, ‘সরকারের সক্রিয় অংশগ্রহণে ব্যাংকগুলোকে লুটপাটের পূর্ণ লাইসেন্স দেওয়া হয়েছিল। তারা তাদের কর্মকর্তাদের বন্দুক নিয়ে পাঠাতো সবকিছু অনুমোদন করাতে।’
প্রতিবেদনে আরও বলা হয়, ড. ইউনূসের ওপর কিছু চাপ বাংলাদেশের বাইরে থেকেও এসেছে। ক্ষমতায় থাকাকালীন শেখ হাসিনা ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক উপভোগ করতেন এবং এখন দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটায় প্রতিবেশী দেশটিতে আত্মগোপন করে আছেন। ড. ড. ইউনূসের নেতৃত্বে ভারত এই সম্পর্ক মেরামত করতে খুব একটা আগ্রহ দেখাচ্ছে না এবং সম্প্রতি দিল্লি ঢাকাকে ‘সন্ত্রাসবাদকে স্বাভাবিকীকরণ’ করার অভিযোগ করেছে।
ডিসেম্বরে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য ভারতের কাছে একটি আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ করা হয়েছিল, তবে ড. ইউনূস নিশ্চিত করেছেন, ভারত সরকারের কাছ থেকে ‘কোনও সাড়া’ আসেনি। তিনি বলেছেন, হাসিনা মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য বিচারের মুখোমুখি হবেন, এমনকি যদি তা অনুপস্থিতিতেও হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যমটি বলছে, শেখ হাসিনা ড. ইউনূসের সমালোচনায় আরও সোচ্চার হয়ে উঠছেন: তিনি সম্প্রতি তাকে ‘গুন্ডা’ বলে অভিহিত করেছেন। তার দাবি, ড. ইউনূস দেশে ‘সন্ত্রাসবাদীদের’ ছেড়ে দিচ্ছেন।
অন্যদিকে ড. ইউনূস বলেছেন, ভারত তাকে আশ্রয় দিলে তা সহ্য করা হবে, কিন্তু ‘তিনি আমাদের করা সবকিছু বাতিল করার চেষ্টা করতে ভারতকে তার একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে দেওয়া, বিপজ্জনক। এটি দেশটিকে অস্থিতিশীল করে তোলে’।
প্রতিবেদনে বলা হয়, ভারত সরকারই ড. ইউনুসের একমাত্র সমস্যা নয়: ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউজে ফেরাও তার জন্য খারাপ খবর। বাইডেন প্রশাসন ড. ইউনূসের সবচেয়ে বড় সমর্থক ছিল– রাজনৈতিক ও আর্থিক উভয় দিক থেকেই। তবে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার ট্রাম্পের অগ্রাধিকার হওয়ার সম্ভাবনা কম।
সম্প্রতি ট্রাম্পের ঘনিষ্ঠ ধনকুবের ইলন মাস্ককে বাংলাদেশে তার স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্ক নিয়ে আসার আমন্ত্রণ জানিয়েছেন ড. ইউনূস। সূত্রগুলো বলছে, মাস্কের এপ্রিলে বাংলাদেশ সফরের সম্ভাবনা রয়েছে।
ড. ইউনূস আশা প্রকাশ করেছেন, ট্রাম্প বাংলাদেশকে একটি ‘ভালো বিনিয়োগের সুযোগ’ এবং বাণিজ্যিক অংশীদার হিসেবে দেখতে পারেন এবং তিনি মাস্কের সফরের সময় তাকে এই প্রস্তাব দিতে চান। তিনি বলেন, ‘ট্রাম্প একজন ব্যবসায়ী, তাই আমি তাকে বলি: আসুন, আমাদের সঙ্গে চুক্তি করুন।’
ড. ইউনূস আরও বলেন, ‘যদি তিনি তা না করেন, বাংলাদেশ কিছুটা মনোক্ষুণ্ন হবে। তবে এই গণতান্ত্রিক প্রক্রিয়া থামবে না।’
এমবি//
আরও পড়ুন