দেশের উন্নয়ন ধ্বংস করতে জঙ্গিবাদ আমদানি করা হয়েছিল: আইজিপি
প্রকাশিত : ২০:২৬, ১২ এপ্রিল ২০১৮
জঙ্গিবাদ দমনে বাংলাদেশ বিশ্বে রোল মডেল বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। বুধবার রংপুর রোকেয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃক বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত জঙ্গি ও মাদক প্রতিরোধ বিষয়ক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ সমাবেশে সভাপতিত্ব করেন ।
এসময় তিনি আরও বলেন, দেশে অর্জিত উন্নয়ন ধ্বংস এবং বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য জঙ্গিবাদ আমদানি করা হয়েছিল। কিন্তু এ জঙ্গিবাদ দমনে আমরা পিছপা হইনি বরং জঙ্গিবাদ নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। দেশ থেকে জঙ্গি ও মাদক সম্পূর্ণরূপে নির্মূল করতে শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের সবার সহযোগিতা প্রয়োজন বলে জানান তিনি।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি)-এর উপ-উপাচার্য এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. এম আবুল কাশেম মজুমদার। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. গাজী মাজহারুল আনোয়ার, রংপুর পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
আইজিপি ড. জাবেদ পাটোয়ারী বলেন, বিশ্বের অনেক দেশে জঙ্গিবাদ একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় জঙ্গি নির্মূলের ক্ষেত্রে বাংলাদেশ এখন একটি রোল মডেল। তবে এখনো এটি পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি। সেটা করতে হলে শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আইজিপি বলেন, সন্ত্রাস কিংবা জঙ্গি কার্যক্রম ও মাদকে উদ্বুদ্ধ করার জন্য সবচেয়ে বড় টার্গেট যুব সমাজ। শুধু তাই নয় বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার ক্ষেত্রেও জঙ্গি ও মাদক ভূমিকা পালন করে। তাই সকল শিক্ষার্থীকে এ ব্যাপারে সজাগ থাকতে হবে। এমন কোনো বিষয় চোখে পড়লে সাথে সাথে তা পুলিশকে জানাতে হবে। এক্ষেত্রে তিনি বাংলাদেশ পুলিশের ৯৯৯ নম্বরে কল করে সেবা প্রদান ও গ্রহনের বিষয়টি উল্লেখ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাষণের কথা উল্লেখ করে তিনি বলেন, জাতির পিতা বলেছিলেন ‘কেউ আমাদের দাবায়ে রাখতে পারবে না।’ এখন বাংলাদেশ এমন অবস্থায় যেখানে কেউ আমাদের দাবায়ে রাখতে পারছে না।
প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, জঙ্গি কিংবা মাদকের বিষয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কোনোভাবেই ক্যাম্পাসে জঙ্গি তৎপরতা ও মাদককে প্রশ্রয় দেয়া হবে না। এ ব্যাপারে পুলিশ প্রশাসনকে পুর্ণাঙ্গ সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেন, কয়েকটি ঘটনার কারনে বাংলাদেশে জঙ্গি তৎপরতার বিষয়ে রংপুরের নাম বার বার চলে আসছে। আমরা চাই রংপুরের সেই দুর্ণাম ঘুঁচে যাক। সে ক্ষেত্রে পুলিশ একা সফল হতে পারবে না, সকলে সহযোগিতা করলে সেটা সম্ভব হবে।
পরে বিকেলে আইজিপি রংপুর পুলিশ লাইনস স্কুল ও কলেজ মাঠে জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া ও সমাবেশ-২০১৮ উপলক্ষ্যে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদেন। তিনি ক্রীড়া প্রতিযেগিতা উপভোগ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ বরেন।
আর/টিকে
আরও পড়ুন