ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

দেশের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা মোংলায়, বনের প্রাণী গহীনের ছায়ায়

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ১২:০৮, ১৭ এপ্রিল ২০২৩

দেশের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে মোংলায়। রোববার (১৬ এপ্রিল) মোংলায় ৪১.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে ৩৯ ও ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল মোংলাসহ সাগর ও সুন্দরবন উপকূলে। 

আর এমন পরিস্থিতি চলবে আগামী ২-৩ দিন বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মোঃ হারুন অর রশিদ বলেন, আগামী দুই তিন তীব্র তাপদাহ বিরাজ করবে। তিনি বলেন, ৩৮ ডিগ্রি সেলসিয়াস মৃদু, ৪০ মাঝারী আর ৪১ হলো তীব্র তাপদাহ। 

এদিকে, প্রচণ্ড তাপদাহে সুন্দরবনের বন্যপ্রাণীও ছায়া খুঁজছেন। করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে থাকা কুমিরগুলো ছায়া জায়গায় আশ্রয় নিয়েছে। এছাড়া করমজলে হরহামেশা যেসব প্রাণী দেখা যেত তা এখন আর তেমন একটা দেখা যাচ্ছেনা। বিশেষ করে হরিণ, বানর ও গুইসাপ এসব প্রাণী বনের ভিতরে ছায়া-শীতল স্থানে আশ্রয় নিয়েছে।

করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির বলেন, কুমির শীতল রক্তের প্রাণী। এদের নিজস্ব কোনো তাপ নেই। ওদের শরীরের উপরে যে মাংসপিণ্ড দেখা যায়, তা দিয়ে রোদ থেকে তাপ গ্রহণ করে থাকেন। কিন্তু তার একটা সীমা আছে। তাপমাত্রা অতিরিক্ত হলে তারা রোদ থেকে ছায়ায়  চলে যায়। তাই করমজলের কুমিরগুলো প্যানের রোদ থেকে ছায়ায় অবস্থান নিয়েছে। 

এভাবে অতিরিক্ত তাপে বন্যপ্রাণীরা কষ্ট পাচ্ছে। আর বনে সব সময় হরিণ, বানর, গুইসাপ ও পাখি দেখা গেলেও তা এখন আর তীব্র তাপদাহে দেখা যাচ্ছেনা। 

এসব প্রাণীগুলো বনের গহীনে লতাপাতা ও গুল্মের মধ্যে শীতল ছায়ায় আশ্রয় নিয়েছে বলেও জানান তিনি। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি