ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

দেশের পর্যটন স্পটগুলোয় এখনো ভিড় (ভিডিও)

প্রকাশিত : ১৩:০৪, ৯ জুন ২০১৯

ঈদ আনন্দ উপভোগ করতে দেশের পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন সব বয়েসী মানুষ। অনেকেই ঈদের ছুটি কাটাতে পরিবার-পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন প্রকৃতির কাছাকাছি।

ঈদের ছুটিতে মানুষের ঢল নেমেছে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর কমপ্লেক্সে। আম্রকাননের অপার সৌন্দর্য উপভোগের পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে দূর-দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা।

দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে ঈদের ছুটিতে সুন্দরবনের সৌন্দর্য দেখতে মোংলার করমজলে ভীড় করছেন দর্শনার্থীরা। তাদের পদচারণায় মুখর ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন।

ভৈরবে ঈদের আনন্দ উপভোগ করতে মানুষের ঢল মেঘনা তীরের ত্রি-সেতু এলাকায়। আশপাশের এলাকা ছাড়াও রাজধানী থেকেও অনেকেই আসছেন পাথরের গালিচায় বসে নির্মল বাতাস উপভোগ করতে। চলছে নৌকা, লঞ্চ ও স্পিডবোটে নদীভ্রমণ।

নদীপাড়ের ফুরফুরে হাওয়া, স্পিডবোট ও ডিঙি নৌকায় চড়ার পাশাপাশি বিস্তীর্ণ চরে ঘুরে বেড়াতে গাইবান্ধার ব্রহ্মপুত্রের বালাসীঘাটে ভীড় করছেন ছুটি কাটাতে আসা শহুরে মানুষেরা।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি