দেশের প্রথম ডাইনো পার্ক হলো কুমিল্লায় (ভিডিও)
প্রকাশিত : ১০:৫৮, ২৭ জুন ২০১৮ | আপডেট: ১১:১০, ২৭ জুন ২০১৮
কুমিল্লায় তৈরি করা হয়েছে দেশের প্রথম ডাইনো পার্ক। এই পার্কের অন্যতম আকর্ষন চীন থেকে আমদানি করা ডাইনোসরের মূর্তি। ডাইনোসর দেখে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা। আর শিশুরা এর মাধ্যমে প্রাচীনতম এই প্রাণী সম্পর্কে জানতে পারছে।
ডাইনোসরের কথা বললেই মানসপটে ভেসে উঠে বৃহদাকার মেরুদণ্ডী প্রাণীর ছবি। এরা পৃথিবীর প্রাগৈতিহাসিক প্রাণী। বিজ্ঞানীদের ধারণা, ২৩ কোটি বছর আগে ডাইনোসরের বিবর্তন হয়েছিল। ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে ডাইনোসরের প্রথম জীবাশ্ম পাওয়া যায়।
সম্প্রতি কুমিল্লার কোটবাড়ির জামমুড়ায় ব্যক্তি মালিকানায় গড়ে ওঠেছে ডাইনো পার্ক। এখানে স্থাপিত ডাইনোসরের মূতিগুলো মুগ্ধ করছে দর্শনার্থীদের। রয়েছে অন্যান্য রাইডও।
পার্কের পরিচালক জানান, শিক্ষা এবং বিনোদনের বিষয়টি সমন্বয় করে এই পার্ক তৈরি করা হয়েছে।
এমন শিক্ষণীয় পার্ক শিশুদের জন্য সারাদেশেই প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা।
ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা ডাইনো পার্কটি দেশে পর্যটন শিল্পের বিকাশে ভূমিকা রাখবে বলে জানান জেলা প্রশাসক।
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে ডাইনো পার্ক।
আরও পড়ুন