ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

দেশের প্রবৃদ্ধি নিয়ে মিথ্যাচারের অভিযোগ করেছেন রিজভী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০০, ১৫ মে ২০১৭ | আপডেট: ১৯:২৩, ১৫ মে ২০১৭

সরকার দেশের প্রবৃদ্ধি নিয়ে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, পরিকল্পনামন্ত্রী দাবি করেছেন, বর্তমান অর্থবছরে প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক দুই চার শতাংশ। অথচ বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছে, প্রবৃদ্ধি হবে সর্বোচ্চ ৬ দশমিক ৮ শতাংশ। তিনি বলেন, আস্থার সংকটে আর্থিক খাতে দেশী-বিদেশী বিনিয়োগ প্রায় শুণ্যের কোঠায়। লুটপাটের কয়েক লাখ কোটি টাকা পাচার হয়ে যাওয়ার খবরে বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। প্রধানমন্ত্রী রাষ্ট্রের সকল বিভাগের ওপর খবরদারি করতে চান বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি