ঢাকা, রবিবার   ০৮ সেপ্টেম্বর ২০২৪

দেশের বাইরে সামরিক তৎপরতা বাড়াতে ইরানে বিল পাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৪, ১৪ আগস্ট ২০১৭ | আপডেট: ১৫:৫১, ১৪ আগস্ট ২০১৭

ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্প্রসারণ এবং বিদেশে সামরিক তৎপরতা বাড়াতে ৫০ কোটি ডলারের একটি বিলে সমর্থন দিয়েছেন ইরানের সংসদ সদস্যরা। বিলটি পাশের সময় তারা ‘আমেরিকা নিপাত যাক’ বলে স্লোগান দেন।

এসময় ইরানের সংসদের স্পিকার আলি লারিজানি বলেন, মধ্যপ্রাচ্যে আমেরিকার ‘সন্ত্রাসী তৎপরতা এবং অ্যাডভেঞ্চারে`র জবাব দিতে এই পদক্ষেপ।

জানুয়ারিতে একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর আমেরিকা জুলাই মাসে ইরানের উপর নিষেধাজ্ঞা বসায়। এর পাল্টা পদক্ষেপ হিসেবে ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্প্রসারণের পদক্ষেপ নিচ্ছে ইরান।

সংসদের অনুমোদন পাওয়া বিলটিতে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক এবং গোয়েন্দা তৎপরতার উপর নিষেধাজ্ঞা আরোপের কথা রয়েছে।

ইরানের পারমানবিক কর্মসূচির প্রধান মীমাংসাকারী আব্বাস আরাকচি বলেন, নতুন এই বিলের অর্থ এই নয় যে ইরান পারমানবিক মীমাংসা চুক্তি থেকে বেরিয়ে আসছে।

পারমানবিক অস্ত্র কর্মসূচি বন্ধের শর্তে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ওঠানোর ব্যাপারে ২০১৫ সালে বিশ্বের ছটি দেশের সাথে ইরান একটি মীমাংসা চুক্তি করে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এই চুক্তির ঘোর বিরোধী। সূত্র: বিবিসি বাংলা।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি