দেশের বাজারে আসল ইনফিনিক্স হট-ফাইভ
প্রকাশিত : ১৯:৩০, ৭ ফেব্রুয়ারি ২০১৮
বাংলাদেশের বাজারে সাশ্রয়ী দামে আধুনিক প্রযুক্তির মুঠোফোন এনেছে ইনফিনিক্স। গত জানুয়ারি মাসের শেষের দিকে ‘হট-ফাইভ এক্স৫৫৯সি’ মডেলের মুঠোফোনটি বাংলাদেশে উন্মোচন করে আন্তর্জাতিক বাজারের অন্যতম জনপ্রিয় মুঠোফোন নির্মাণকারী প্রতিষ্ঠান ইনফিনিক্স।
হট-ফাইভ স্মার্ট মুঠোফোনটিতে বিশেষ গুরুত্ব দেওয়া আছে সাউন্ড সিস্টেমে। এতে আছে অত্যাধুনিক প্রযুক্তির থ্রি-ডি স্টেরিও সাউন্ড সিস্টেম। এর ব্যবহারকারীকে আসাধারণ সাউন্ড কোয়ালিটিতে গান বা ভিডিও শোনার অভিজ্ঞতা দিতে মুঠোফোনটির সামনের দিকে আছে ডুয়াল অডিও স্পিকার।
২জিবি র্যাম আর ১৬ জিবি রমের এই মুঠোফোনটিতে ঝকঝকে ছবি তোলার জন্য আছে ৮ মেগা পিক্সেল এর ব্যাক ক্যামেরা আর ৫ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। সাথে আছে ডুয়াল ফ্ল্যাশ। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের নিরাপত্তা ফিচার সম্বলিত মুঠোফোনটিকে এক নাগাড়ে দীর্ঘক্ষণ সচল রাখতে আছে ৪ হাজার মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। পাশাপাশি এতে আছে দ্রুতগতিতে চার্জ দেওয়ার সুবিধাও।
৫.৫ ইঞ্চির হাই ডেফিনিশন পর্দায় সর্বোচ্চ ১২৮০*৭২০ রেজ্যুলেশনে ঝকঝকে ভিডিও দেখাসহ মুঠোফোনটিকে দ্রুতগতির করতে এতে আছে ১ দশমিক ৩ গিগাহার্টজের কোয়াড কোর কর্টেক্স প্রসেসর। এছাড়াও ওটিজি ক্যাবল ফিচারও আছে মুঠোফোনটিতে।
সোনালি অথবা স্যান্ডস্টোন কালো রঙের মুঠোফোনটি কিনতে এর গ্রাহকদের খরচ হবে আট হাজার ৬৭০টাকা। এ বিষয়ে ইনফিনিক্স বাংলাদেশের ভারপ্রাপ্ত কান্ট্রি ম্যানেজার সাইফ মোহাম্মদ ইমরান খান ইটিভি অনলাইনকে বলেন, “গ্রাহকদের হাতে সাশ্রয়ী দামে আধুনিক প্রযুক্তির মুঠোফোন তুলে দেওয়াই হচ্ছে ইনফিনিক্সের মূল উদ্দেশ্য। তারই ধারাবাহিকতায় মধ্যম বাজেটের ক্রেতাদের কথা চিন্তা করে বাজারে আমরা এই মডেলটি এনেছি। বাজারে আসার কিছুদিনের পর থেকেই গ্রাহকদের ভাল সাড়া পাচ্ছি আমরা”।
উল্লেখ্য, ২০১২ সালে প্রতিষ্ঠিত চায়না ভিত্তিক মোবাইল নির্মাণকারী প্রতিষ্ঠান ইনফিনিক্স ২০১৬ এর ডিসেম্বরে বাংলাদেশে তাদের যাত্রা শুরু করে। এখন পর্যন্ত বাংলাদেশে তাদের পাঁচ হাজারের ওপরে গ্রাহক আছে বলে জানায় প্রতিষ্ঠানটি। এছাড়াও ৩০টি দেশে কয়েক কোটি গ্রাহক আছে মুঠোফোনটির।
//এস এইচ এস//
আরও পড়ুন