ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দেশের বাজারে আসুন টিঙ্কারবোর্ড নিয়ে এল গ্লোবালব্র্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৪, ১৫ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

দেশের বাজারে উন্মুক্ত হয়েছে আসুসের সর্বাধুনিক সিঙ্গেলবোর্ড কম্পিউটার (এসবিসি) টিঙ্কারবোর্ড। দেশে আসুসের একমাত্র পরিবেশক গ্লোবালব্র্যান্ড টিংকারবোর্ড বাজারজাত করছে।

এই কম্পিউটারটি সরাসরি প্রতিযোগিটা করে জনপ্রিয় এসবিসি সিস্টেম রাস্পবেরি পাই এর সাথে। সাম্প্রতিক সময় এসবিসি সিস্টেম এর বেশ ভাল জনপ্রিয়তা লক্ষ্য করা যায় শৌখিন রোবোটিক ইঞ্জিনিয়ার, কম্পিউটার প্রোগ্রামার এবং বৈজ্ঞানিক প্রজেক্ট নির্মাতাদের মধ্যে। টিঙ্কারবোর্ডের নিজস্ব অপারেটিং সিস্টেম টিঙ্কার ওএস খুব সহজেই নিজের মত করে পরিবর্তন ও পরিবর্ধণ করে নেয়া যায় এবং সাথে আরও রয়েছে  অ্যান্ড্রোয়েড ওএস ব্যবহারের সুবিধা। 

টিঙ্কারবোর্ডটির মূল্য নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার ৯০০ টাকা। সাথে থাকছে ১ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি।

//এস এইচ এস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি