
২৫মার্চ কালরাতে শহীদদের স্মরণে দেশের বিভিন্ন স্থানে মোমবাতি প্রজ্বলন করে মিছিল করেছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
মশাল জ্বেলে যারা এনে ছিল স্বাধীনতার ভোর শ্লোগানে পটুয়াখালীতে আলোর মিছিল বের হয়। মিছিলটি মেডিকেল কলেজ প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা স্মৃতিসৌধের সামনে গিয়ে শেষ হয়। জেলা শহরের শহীদ মিনার চত্বরে প্রদীপ প্রজ্জ্বলন, দেশের গান ও পথ নাটকের মধ্য দিয়ে গোপালগঞ্জে কাল রাতকে স্মরণ করা হয়। চুয়াডাঙ্গায় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্বলন করা হয়। এ সময় শহরে ৩ মিনিট বিদ্যুৎ বন্ধ রেখে ভয়াল কালরাতের প্রতিকী উদযাপন করা হয়। মৌলভীবাজারে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোর মিছিল করে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।