ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দেশের বিভিন্নস্থানে চলছে বৈশাখী মেলার প্রস্তুতি

প্রকাশিত : ১০:২৮, ৮ এপ্রিল ২০১৬ | আপডেট: ১০:২৮, ৮ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

বাংলা নতুন বছর বরণ করতে দেশের বিভিন্নস্থানে চলছে বৈশাখী মেলার প্রস্তুতি। আর মেলা উপলক্ষে ব্যস্ততা বেড়েছে কুমারদের। খুলনার সেনাহাটি কুমার পল্লীর কারিগররা তৈরি করছেন বিভিন্ন ধরণের মাটির খেলনা, বাসাবাড়ীর উপকরণ আর ঘর সাজানোর জিনিস। নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে মাটির হরেক রকমের খেলনা, নিত্যব্যবহার্য উপকরণ আর ঘর সাজানোর জিনিস। বেশি দিন বাকি নেই বাংলা নববর্ষের। নতুন বছর বরণ করতে দেশের অন্যান্য স্থানের মতো খুলনায়ও চলছে ব্যাপক প্রস্তুতি। বিভিন্ন স্থানে বসবে বৈশাখী মেলা। আর এই মেলা ঘিরে ব্যস্ত খুলনার সেনাহাটি কুমার পাড়া। তৈরি করা হচ্ছে, নানা সামগ্রী । কর্মমুখর কুমার পাড়ায় কোথাও হচ্ছে মাটি থেকে কাদা তৈরির কাজ, কোথাও বা তৈরি করা হচ্ছে নানা আকারের পাত্র। পণ্য তৈরি শেষে শুকানো হচ্ছে। সবশেষে পড়ছে রং তুলির আঁচড়। শুধু খুলনায়ই নয়, এখানকার পণ্য নিয়ে কুমাররা যাবেন বিভিন্ন অঞ্চলের বৈশাখী মেলায়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি