ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

দেশের বিভিন্নস্থানে বন্দুকযুদ্ধে নিহত ৫ (ভিডিও)

প্রকাশিত : ১৭:০৬, ২৭ মার্চ ২০১৯

দেশের বিভিন্নস্থানে আইন শৃংখলা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে ৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে শীর্ষ সন্ত্রাসী, মাদক ব্যসায়ী ও জলদস্যু। এসব ঘটনায় উদ্ধার করা হয়েছে অস্ত্র ও ইয়াবা।

কক্সবাজারের টেকনাফে খারাংখালীর নাফ নদী সীমান্ত দিয়ে দুইজন বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। সেসময় বাধা দিলে বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। বিজিবিও পাল্টা গুলি চালালে মারা যায় দুজন। নিহতরা মিয়ানমারের নাগরিক বলে নিশ্চিত করেছে বিজিবি। ঘটনাস্থল থেকে প্রায় ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এদিকে, কক্সবাজারের পেকুয়ায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ জলদস্যু নিহত হয়েছে। র‌্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গেলে জলদস্যু বাহিনী গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি করলে ২ জলদস্যু নিহত হয়। এসময় ৮টি দেশীয় বন্দুক ও ২৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অন্যদিকে রাজধানীর ভাষানটেকে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী শফিকুল ইসলাম নিহত হয়েছে। ভাষানটেকের পশ্চিম মাটিকাটায় অভিযানের সময় গোলাগুলিতে শফিকসহ এক র‌্যাব সদস্য আহত হয়। পরে শফিককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, একটি শর্টগান ও কয়েক রাউন্ড গুলি জব্দ করা হয়।

এদিকে গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী দুই গ্র“পের সংঘর্ষে কাউসার নামে একজন নিহত  হয়েছে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি