ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

দেশের বেশ কিছু এলাকার নিম্নাঞ্চল প্লাবিত

প্রকাশিত : ১০:০৪, ১০ জুলাই ২০১৯ | আপডেট: ১৩:২৫, ১০ জুলাই ২০১৯

টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন জায়গায় বাড়ছে নদ-নদীর পানি। গাইবান্ধা, লালমরিহাট, সুনামগঞ্জ কুড়িগ্রাম, খাগড়াছড়িসহ বেশ কিছু এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে মানুষ। প্লাবিত হয়েছে ফসলের ক্ষেত আর রাস্তাঘাট।

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে গাইবান্ধার তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্রসহ সবগুলো নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। নদী তীরবর্তী এলাকা ও নিম্নাঞ্চলে পানি উঠেছে। চরাঞ্চলসহ আশেপাশের ফসলি জমি আর মাছের ঘের প্লাবিত হয়েছে।

প্রবল বৃষ্টি আর ভারত থেকে আসা পাহাড়ি ঢলে বেড়েছে লালমনিরহাট জেলার প্রধান দুই নদী তিস্তা ও ধরলাসহ দশটি নদীর পানি। তিস্তার পানি বিপদ সীমার এক সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে চর ও নদী তীরবর্তী নিম্নাঞ্চল। তলিয়ে গেছে ফসলের মাঠ, রাস্তা-ঘাট। পানিবন্দী হয়ে পড়েছে দশ হাজারের বেশি পরিবার।

সুনামগঞ্জে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে নদ-নদীগুলোতে পানি বাড়ছে। সুনামগঞ্জ বিশ্বম্ভরপুর-তাহিরপুর উপজেলার সড়কের বেশ কিছু জায়গা তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যহত হচ্ছে। পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সুনামগঞ্জ থেকে তাহিরপুর উপজেলা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়ক পানির নিচে নিমজ্জিত হওয়া দুর্ভোগে ২ লক্ষাধিক মানুষ।

খাগড়াছড়িতে টানা বৃষ্টি কারণে চেঙ্গী নদীর পানি উপচে নিচু এলাকাসমূহ প্লাবিত হয়েছে। জেলা সদরের মুসলিমপাড়া, গঞ্জপাড়া ও বটতলির নিচু এলাকায় পানি উঠতে থাকায় তীরবর্তী বাসিন্দাদের অনেকেই পানিবন্ধী হয়ে পড়েছেন। শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে আশ্রয় কেন্দ্রে। মাইনী নদীতেও বাড়ছে পানি।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি