ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

দেশের মাটিতে সাকিবের অবসরে অনিশ্চয়তা

পারভেজ খোকন

প্রকাশিত : ১০:২১, ২৯ সেপ্টেম্বর ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনা না পেলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে বিদায় নেয়া হবে না সাকিব আল হাসানের। কানপুর টেস্ট শেষে সাকিব চলে যাবেন যুক্তরাষ্ট্রে। এক মাসের বেশি সময় পরিবারের কাছ থেকে দূরে থাকা সাকিব কানপুর টেস্ট শেষ করেই স্ত্রী-সন্তানদের কাছে ফিরে যাবেন। 

বাংলাদেশ ক্রিকেট দল ভারতে অবস্থান করবে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও সফরের শেষ ম্যাচ ১২ অক্টোবর। তবে, তত দিন পর্যন্ত ভারতে থাকার দরকার হচ্ছে না সাকিব আল হাসানের। আচমকা অবসরের ঘোষণায় তিনি নিজেই সেই দরজা বন্ধ করে দিয়েছেন।

টেস্টের পাশাপাশি টি-টোয়েন্টি থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন একই দিন। এর মধ্যে টেস্ট নিয়ে ঘোষণাটি ছিল আগাম, জানিয়েছেন শেষ ম্যাচটি খেলতে চান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের মাটিতে।

টি-টোয়েন্টির সিদ্ধান্তটি এর মধ্যেই কার্যকর। জুনে হয়ে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেই শেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। যার অর্থ, ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ-ভারত সিরিজের কানপুর টেস্ট শেষ হলেই সাকিবের ভারত সফর শেষ। 

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনা না পেলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে বিদায় নেয়া হবে না সাকিবের। বিষয়টি অজানা নয় তার। তাই দেশের মাঠ থেকে বিদায় নেয়ার বিষয়টি অনিশ্চয়তার মুখে। 

এ কারণেই কানপুর টেস্টের শেষ দিন বিদায়ের একটা আবহ তৈরি করার পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বাংলাদেশ দলের পাশাপাশি স্বাগতিক ভারতের খেলোয়াড়রাও ব্যাটের ছায়ায় গার্ড অব অনার দিতে পারেন বলে জানায় টিম ম্যানেজমেন্ট।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি