ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

দেশের মানুষ এখন মহাদুর্যোগে : রিজভী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১১, ৩ অক্টোবর ২০১৭ | আপডেট: ২২:১৯, ৩ অক্টোবর ২০১৭

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের মানুষ এখন মহাদুর্যোগে। গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, মানুষের বাক-ব্যক্তি স্বাধীনতা নেই, জানমালের নিরাপত্তা নেই, বিরতিহীনভাবে গুম-খুন-অপহরণ ও বিচারবহির্ভূত হত্যা চলছে, নারী-শিশু নির্যাতনের মাত্রা এখন ভয়াবহ রূপ ধারণ করেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, ভয়াল দুঃশাসনের কবলে গোটা জাতি, আর প্রধানমন্ত্রী পুরস্কারের পেছনে ছুটছেন।

মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই অভিযোগ করেন রিজভী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী জাতিসংঘের মতো আন্তর্জাতিক ফোরামে গিয়েও রোহিঙ্গা সংকটের কোনো সুরাহা করতে না পেরে ব্যর্থ হয়ে ফিরে আসছেন। রোহিঙ্গাসহ বিভিন্ন কারণে বাংলাদেশ বর্তমানে গভীর সংকটে নিপতিত থাকলেও আওয়ামী নেতারা এখন প্রধানমন্ত্রীকে পুরস্কার এনে দেওয়ার লবিংয়ে ব্যস্ত- যেন ‘রোম যখন জ্বলছে, নিরো তখন বাঁশি বাজাচ্ছে’।

প্রেস ব্রিফিংয়ে রিজভী বলেন, ‘বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেলের বিরুদ্ধে পল্টন থানায় একটি বানোয়াট ও হীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা করা হয়েছে। মিথ্যা মামলা দায়ের করে সোহেলকে নানাভাবে হয়রানি করা হচ্ছে। আমি বিএনপির পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।
//এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি