ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪

দেশের সব ঘরে বিদ্যুৎ সংযোগ দেয়া যাবে ২০১৯ সালের মধ্যেই

প্রকাশিত : ১৭:৫৭, ২২ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৭:৫৮, ২২ নভেম্বর ২০১৬

লক্ষমাত্রার দু’বছর আগে ২০১৯ সালের মধ্যেই দেশের সব ঘরে বিদ্যুৎ সংযোগ দেয়া যাবে বলে আবারো আশাবাদ ব্যক্ত করেছেন পরিকল্পনা মন্ত্রী আফম মুস্তাফা কামাল। পরিকল্পনা মন্ত্রনালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বৈঠকে প্রায় ২৩ হাজার কোটি টাকা ব্যায়ে মোট দশটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান তিনি। ২০২১ সালের মধ্যে সবার জন্য বিদ্যুৎ নিশ্চিত করতে কাজ করছে আওয়ামী লীগ সরকার। তারই ধারাবাহিকতায় চায়না সরকারের অর্থ সহায়তায় ১৩,৭০৩ কোটি টাকা ব্যয়ে পাওয়ার গ্রীড নেটওয়ার্ক শক্তিশালী করনের প্রকল্পটি অনুমোদন পেল একনেকে। সাথে আটটি বিভাগে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়নে অনুমোদিত হয়েছে ৬,৪৮১ কোটি টাকার আরো দুটি প্রকল্প। এসব প্রকল্পের আওতায় নতুন করে গড়ে উঠবে উন্নয়ন সক্ষমতা। নগরের সাথে তাল মিলিয়ে গ্রামেও বিদ্যুৎ সাম্য নিশ্চিত করতে পল্লী বিদ্যুৎকেও আরো আধুনিকায়নের উদ্যোগ সরকারের। সবকিছু পরিকল্পনা মতো চললে ২০২১ সালের ২৪০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষমাত্রা দু’বছর আগেই অর্জন করা সম্ভব হবে বলে আশাবাদ পরিকল্পনামন্ত্রীর। এছাড়াও সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্ক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযান সক্ষমতা বৃদ্ধিকরণসহ মোট ১০ টি প্রকল্প পাশ হয়েছে একনেকে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি