ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

দেশের সাথে ‘গাদ্দারি’ করতে চান না সাকিব!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৭, ৭ মার্চ ২০২২

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাকিব আল হাসান

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাকিব আল হাসান

শারীরিক ও মানসিক ক্লান্তি নিয়ে জাতীয় দলের হয়ে খেলতে নামাটাকে প্রতারণা শামিল বলেই মনে করেন সাকিব আল হাসান। ‘দেশের সাথে গাদ্দারি’ করতে চান না জানিয়ে ক্রিকেট থেকে মাঝে মাঝে বিরতি নেয়ার ইচ্ছা পোষণের কারণ ব্যাখ্যা করেছেন বিশ্বসেরা এই তারকা অলরাউন্ডার।

রোববার (৬ মার্চ) দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়ার আগে সাকিব সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি নিতে চান তিনি। সদ্য সমাপ্ত আফগানিস্তান সিরিজে নিজের পারফরম্যান্সে অসন্তুষ্ট সাকিব অনেকটা হুট করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন।

আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ঘোষিত ওয়ানডে ও টেস্ট দলে রয়েছেন সাকিব। জানালেন, বোর্ডের সঙ্গে আলোচনায় আসন্ন এই সিরিজ খেলার ব্যাপারে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। 

তবে সাকিব এদিন বলেন, ‘আমি এখন ক্রিকেট খেলার মত পরিস্থিতিতেই নেই। যখন পরিস্থিতি আসবে তখন অবশ্যই চাইব ক্রিকেট খেলতে। এটা নির্ভর করছে বিসিবি ও আমার দুই পক্ষের আলোচনার ওপর।’

সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমি পাপন ভাইয়ের সঙ্গে কথা বলেছি। খেলব বলে রাজিও হয়েছি। কিন্তু এখন যে মানসিক ও শারীরিক অবস্থায় আছি… এই মুহূর্তে যদি আমি খেলি, তাহলে তা হবে আমার দেশের সঙ্গে, দলের সঙ্গে প্রতারণা করার শামিল। এই জিনিসটা আমি অবশ্যই চাই না।’

সদ্য সমাপ্ত আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটা মোটেও ভালো যায়নি সাকিবের। যার ফলে দলও পারেনি কাঙ্ক্ষিত ফলাফল। মূলত এর পরই ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি নেয়া প্রয়োজন’ বলেই মনে করেন সাকিব। 

তার ভাষায়, ‘আমি পাপন ভাইকে বলেছিলাম পুরো সিরিজেই খেলব। সে কারণেই দলে আমার নামও অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু কালকে (শনিবার) আফগানিস্তান সিরিজটা শেষ হওয়ার পর আমি অনেক চিন্তা করেছি। আমার পারফরম্যান্স খারাপ হয়েছে, না ভালো হয়েছে- সেটা অন্য বিষয়।’

সাকিবের চাওয়া, যখন তিনি বাংলাদেশ দলের জন্য নিজেকে উজাড় করে দেয়ার পরিস্থিতিতে থাকবেন, তখন আবার ফিরবেন আন্তর্জাতিক ক্রিকেটে। তা না হলে তা দেশের সঙ্গে ও দলের সঙ্গে প্রতারণা করা হবে বলেও মনে করেন তিনি।

টাইগার সেরা অলরাউন্ডার বলেন, ‘আমি চাই নিজের প্রতি নিজের যে প্রত্যাশা, দল আমাকে নিয়ে যেভাবে চিন্তা করে সেভাবে যেন পারফর্ম করতে পারি। হ্যাঁ, এটার কোনো গ্যারান্টি নেই যে আমি পারফর্ম করব। কিন্তু আমি অন্তত জানতে পারব যে পারফর্ম করার জন্য আমি আমার সেরা অবস্থানে আছি। কিন্তু আমি যদি জানি যে, আমি সেই অবস্থায় নেই তাহলে সময় নষ্ট করার কোনো মানে হয় না। এটাকে আমি অন্যের জায়গা নষ্ট করা, দেশের ক্রিকেটের সঙ্গে গাদ্দারি করার মত বিষয় বলেই মনে করি।’ 

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি