ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

দেয়াল থেকে পোস্টার সরিয়ে ফেলতে বললেন মাশরাফি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৪, ২০ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৪:৪৪, ২০ ডিসেম্বর ২০১৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে দেয়াল ও বিদ্যুতের খুঁটি থেকে নিজের নির্বাচনী পোস্টার সরিয়ে ফেলতে দলীয় নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন নড়াইল-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী মাশরাফি বিন মুর্তজা।

আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের নড়াইল জেলা শাখার কার্যনির্বাহী পরিষদ সদস্য সৌমেন বসু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করছেন।

তিনি বলেন, নির্বাচনী প্রচারে আচরণবিধির লঙ্ঘন হবে বলেই তিনি এমন নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি। আর তার নির্দেশনা পাওয়ার পর বুধবার সকাল থেকে দেয়াল ও বিদ্যুতের খুঁটি থেকে নির্বাচনী পোস্টার অপসারণে মাঠে নেমেছেন দলীয় কর্মী-সমর্থকরা।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি