ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

দৈনিক জনকণ্ঠের সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশিত : ১৯:৩৫, ২১ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:৪৫, ২১ মার্চ ২০১৬

প্রধান বিচারপতিকে নিয়ে মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে দৈনিক জনকণ্ঠের সম্পাদকসহ তিন জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা রানী চক্রবর্তী এ পরোয়ানা জারি করেন। দৈনিক জনকণ্ঠের সম্পাদক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ, উপদেষ্টা সম্পাদক তোয়াব খান ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায়ের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়েছে। গেল ২২শে ফেব্রুয়ারি ওই আদালতে মামলাটি দায়ের করেন ঢাকা মেট্রোপলিটন বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট আরফান উদ্দিন খান। গত ৪ঠা ফেব্রুয়ারি দৈনিক জনকণ্ঠের ৬ষ্ঠ পাতায় ‘অবসরের পরে রায় লেখা : এজেন্ডা খালেদার, বাস্তবায়নের দায় নতুন কাঁধে’ শিরোনামে বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি