ঢাকা, বুধবার   ১৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দো পাত্তি’র ভরাডুবির দায় কার?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৯, ৩০ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

বর্তমান আধুনিক যুগে এসেও যদি সত্তরের দশকের ভাবধারায় তৈরি কোনও হিন্দি ছবি দেখতে বাধ্য হতে হয়, তাহলে তা সিনেমাপ্রেমীদের জন্য দুঃখজনকই বটে। ‘দো পাত্তি’ ওটিটি ছবিটিকে বলা হচ্ছে ‘রোম্যান্টিক-থ্রিলার’, যাতে অভিনয় করেছেন কাজল, কৃতী শ্যানন, তনভি অজ়মি প্রমূখ। 

গত শুক্রবারে ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পায় সিনেমাটি। 

গল্প দুই যমজ বোনকে ঘিরে। পুরো ছবিটি দেখে অবশ্য ঠিক কোথায় ‘রোম্যান্স’ আর কোথায় ‘থ্রিল’, খুঁজে পেতে বেশ কষ্ট করতে হতে পারে দর্শকের। অত্যন্ত নড়বড়ে একটি চিত্রনাট্যের উপর নির্ভর করে তৈরি করা হয়েছে পুরো ছবিটিকে।

ছবিতে যমজ দুই বোনের পার্থক্য তুলে ধরা হয়েছে খুবই দুর্বলভাবে, এক বোন রক্ষণশীল, অন্যজন উদারমনা। এটা বোঝাতে নির্মাতা সেই চিরাচরিত পোশাকের আশ্রয় নিয়েছেন। সত্তর দশকের হিন্দি সিনেমায় যা দেখা যেত।

কণিকা ধিলোঁ এই ছবির চিত্রনাট্যকার। তিনি মুম্বাইয়ে বেশ স্বনামধন্য চিত্রনাট্যকার হিসাবে পরিচিত। বিগত কয়েক বছর ‘মনমর্জিয়াঁ’(২০১৮) , ‘জাজমেন্টাল হ্যায় কেয়া?’(২০১৯), ‘হাসিন দিলরুবা’ (২০২১), ‘রেশমী রকেট’ (২০২১)–এর মতো গল্পও তিনি লিখেছেন। একই লেখকের হাত থেকে ‘দো পাত্তি’র মতো দুর্বল চিত্রনাট্য আশা করেনি দর্শক। 

কৃতী দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন ‘দো পাত্তি’ সিনেমাতে। ছবিটি দিয়েই প্রযোজনায় যুক্ত হয়েছেন কৃতি। তবে কৃতি ছাড়া ছবির সবাই পাল্লা দিয়ে বাজে অভিনয় করেছেন এমনটি শোনা যাচ্ছে। তবে সবচেয়ে বেশি হতাশ করবে কাজল। এ ছবিতে তিন দশকের ক্যারিয়ারে প্রথমবারের মতো পুলিশের চরিত্রে পর্দায় হাজির হয়েছেন কাজল। 

কাজলকে নিয়ে প্রচলিত আছে তিনি নাকি কখনো হতাশ করেন না। চিত্রনাট্য যত দুর্বল হোক না কেন, পর্দায় কাজল থাকলে নাকি চোখ ফেরানো যায় না। অভিনেত্রীর এই সুখ্যাতি মিথ্যা হয়ে যেতে পারে ‘দো পাত্তি’ দেখার পর। 

এই ছবিটিতে কাজলকে সবচেয়ে বেশি ভুগিয়েছে উচ্চারণ। ছবিতে স্থানীয় উচ্চারণে হিন্দি বলতে গিয়ে বারবার গুলিয়ে ফেলেছেন, নিজের অভিনয়টাই যেন ভুলে গেছেন এই অভিনেত্রী।

কাফা/এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি