ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

দোয়া চেয়েছেন অসুস্থ্য রুবেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৭, ৮ এপ্রিল ২০১৮ | আপডেট: ২২:৫৯, ৮ এপ্রিল ২০১৮

নিদাহাস ট্রফির শ্বাস রুদ্ধকর ফাইনালে হেরে যাওয়ার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন বাংলাদেশ দলের পেসার রুবেল হোসেন । ওই ম্যাচের ১৯তম ওভারে ২২ রান দিয়ে সমালোচিত হন দেশজুড়ে। বাংলাদেশ দল ম্যাচ হেরে যায় একদম শেষ বলে গিয়ে, বঞ্চিত হয় শিরোপা জয়ের আনন্দ থেকে।

ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েন রুবেল। বর্তমানে শারীরিকভাবেও ভালো অবস্থায় নেই রুবেল। দেশে ফিরে সরাসরি তিনি চলে যান নিজ বাড়ি বাগেরহাটে । সেখানে বসেই নিজের ফেসবুক পেজে রুবেল তার অসুস্থতার খবর জানান।


মলিন চেহারার একটি ছবি পোস্ট করে রুবেল লিখেছেন, ‘অনেক অসুস্থ হয়ে পড়লাম। সবাই আমার জন্য দোয়া করবেন। সেই ছবির নিচে কমেন্টে রুবেলের জন্য সহমর্মিতা প্রকাশ করেছেন ভক্তরা। সেইসঙ্গে দেশের অন্যতম সেরা এই পেসারের দ্রুত আরোগ্য লাভের প্রার্থনা জানিয়েছেন অনেকে। 

নিদাহাস ট্রফি খেলতে যাওয়ার আগে ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে তিন ম্যাচ খেলেছিলেন রুবেল। দুর্দান্ত বোলিংয়ে নিয়েছিলেন ছয়টি উইকেট। নিদাহাস ট্রফিতেও দারুণ পারফরমেন্স করছিলেন রুবে। তবে ফাইনালের সেই বিভীষিকাময় ১৯তম ওভারটি আজও ভুলতে পারছেন না রুবে। এদিকে দেশে সুপার লিগে উঠতে ব্যর্থ হয় তার দল প্রাইম ব্যাংক। তাই কোনো খেলা না থাকায় নিজ বাড়িতেই ছুটি কাটাচ্ছেন এই পেসার।

কেআই/ এমজে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি