ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দৌলতদিয়া যৌনপল্লীতে নারীকে ধর্ষণের পর হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৭, ৭ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীতে মিতা (৩১) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।আজ সোমবার দুপুরে যৌনপল্লীর দবিরের বাড়ি থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।  

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মিতা ঢাকার দোহা থানার চৈতাবাহর গ্রামের মৃত আব্দুর রাজ্জাক ফকিরের মেয়ে। মিতার ৫ বছরের একটি মেয়ে রয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার রাতে দবিরের বাড়ির সামনে সাঈদের বাড়িতে মিতাসহ ৩ জন মদপান করেন। গভীর রাতে মিতার ঘরে ঢুকে ওই তিন যুবক ধর্ষণের পর মিতাকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে। 

খবর পেয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মুকিত সরকার, গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম পুলিশ নিয়ে ঘটনাস্থল পরির্দশন করেন। 

আজ দুপুরে ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, মিতা হত্যার আসামিদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে। মিতার মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য রাজবাড়ী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি