ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

দৌলতদিয়া-পাটুরিয়া ও শিমুলিয়া-কাওরাকান্দি নৌরুটে ফেরী চলাচল শুরু

প্রকাশিত : ১০:২৮, ১ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১০:৩০, ১ ফেব্রুয়ারি ২০১৬

ঘন কুয়াশার কারণে প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া ও শিমুলিয়া-কাওরাকান্দি নৌরুটে ফেরী চলাচল শুরু হয়েছে। Ferryকুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় গেলো রাত ১১টা থেকে শিমুলিয়া-কাওরাকান্দি ঘাটে ফেরী চলাচল বন্ধ করে দেয়া হয়। কুশায়ার কারণে মাঝ পদ্মায় নৌ-চ্যানেলের বিভিন্ন পয়েন্টে দুই শতাধিক যানবাহন যাত্রী নিয়ে নোঙর করে ৯টি ফেরি। এদিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় রাত ১১টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে ফেরী চলাচল বন্ধ ঘোষণা করা হয়। ঘাট এলাকায় নোঙর করে রাখা হয় ৩টি ফেরী। ফেরী চলাচল বন্ধ থাকায় দু’পাড়ে সৃষ্টি হয় যানবাহনের দীর্ঘ সারি। দুর্ভোগে পড়েন যাত্রীরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি