ঢাকা, শনিবার   ০১ ফেব্রুয়ারি ২০২৫

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৯, ১ ফেব্রুয়ারি ২০২৫

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টা থে‌কে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যাবস্থাপক মো. সালাহউদ্দিন আজ শনিবার ভোরে এই তথ্য নিশ্চিত করেছেন।

মো. সালাহউদ্দিন বলেন, সন্ধ‌্যার পর থে‌কেই কুয়াশা পড়‌তে থা‌কে। রাত ১২টায় ঘন কুয়াশার কারণে নদীপথ অস্পষ্ট হয়ে যায়। তখন দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ‌কুয়াশা কে‌টে গে‌লে ফের ফে‌রি চলাচল শুরু হ‌বে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি