ঢাকা, শনিবার   ০৯ নভেম্বর ২০২৪

দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল ব্যাহত

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩১, ১৫ জুলাই ২০২৪

রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে ফেরি ও লঞ্চ চলাচল ব্যাহত হচ্ছে। 

স্বাভাবিক সময়ে দৌলতদিয়া ফেরি ঘাট থেকে ছেড়ে পাটুরিয়া ঘাটে ফেরি পৌছাতে ২৫ থেকে ৩০ মিনিট সময় লাগলেও বর্তমানে নদীতে পানি বৃদ্ধি ও স্রোতের কারণে ফেরি চলাচলে সময় লাগছে দ্বিগুণেরও বেশি।

বর্তমানে প্রতিটি ফেরি চলাচল করতে এক ঘন্টা সময় ব্যায় হচ্ছে। স্রোতের তীব্রতায় লঞ্চ চলাচলেও দ্বিগুণের বেশি সময় লাগছে। সেইসাথে বেড়েছে ঝুঁকিও। 

এতে ঘাটে যানবাহনগুলোকে অপেক্ষা করতে হচ্ছে, আর এতে ঘাটে চাপ বেড়েছে। 

দৌলতদিয়া বিআইডব্লিউটিসি কতৃপক্ষ জানায়, বর্তমানে নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। সেই সাথে তীব্র স্রোতও রয়েছে। একারণে ফেরি চলাচলে সময় লাগছে দ্বিগুণ। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ইউটিলিটি,কে-টাইপ ও রোরো মিলে ১৪ টি ফেরি চলাচল করছে। ফেরি ঘাট সচল রয়েছে ৪ টি।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি