ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

দৌলতদিয়ার ২টি ফেরি ঘাট নদী গর্ভে

প্রকাশিত : ১৪:৪২, ৩ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:৪২, ৩ আগস্ট ২০১৬

পদ্মার প্রবল স্রোতে নদী গর্ভে চলে গেছে দৌলতদিয়ার ২টি ফেরি ঘাট। এতে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল, সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজটের। দিনের পর দিন শত শত ট্রাক আটকে থেকে নষ্ট হচ্ছে কাঁচা পণ্য। গেলো সপ্তাহে দৌলতদিয়ার ২ ও ৪ নম্বর ফেরি ঘাট ভেঙ্গে যাওয়ায় এভাবেই প্রায় ৪-৫ কিলোমিটার পথ যানজটে আটকে থাকছে শত শত যানবাহন। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে  এই রুট দিয়ে চলাচলকারী সবাইকে। তবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কাঁচা পণ্যবাহী ট্রাকের মালিক-শ্রমিকেরা। প্রতিদিন হাজার হাজার টাকা লোকসান গুণতে হচ্ছে। সাথে যোগ হয়েছে খাবার দাবারসহ নানা সংকট। দুটি ঘাট ভেঙে যাওয়ায় এমন পরিস্থিতি উল্লেখ করে কাঁচা পণ্যবাহী ট্রাকগুলো পারাপারে অগ্রাধিকার দেয়ার কথা জানালেন ঘাটে কর্মরত ট্রাফিক সার্জেন্ট। গুরুত্বপূর্ণ এই নৌরুটের ঘাট দুটি দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার দাবি ভুক্তভোগীদের।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি